Friday, August 22, 2025

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো কাপের অভিযান শুরু স্পেনের

Date:

জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু স্পেনের। এদিন প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারালো স্প্যানিসরা। স্পেনের হয়ে গোল তিনটি গোল মোরাতা, রুইজ এবং কারভাজালের। এদিকে সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল লুকা মদ্রিচদের। ম্যাচের শুরুটা খারাপ করেনি কোনও দলই। তবে শুরু থেকেই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছিল স্পেন। সুযোগ পেয়েছিল ক্রোয়শিয়াও।

কখনও বাঁ-প্রান্ত বা কখনও ডান-প্রান্ত দিয়ে, বারবার বিপক্ষের সিমানায় আঘাত হানতে থাকে দুই দলই। আক্রমণ এবং প্রতি আক্রমণে জমে ওঠে এই ম্যাচ। ঠিক যখন হাড্ডাহাড্ডি ফুটবলে মগ্ন সমগ্র বিশ্বের ফুটবলপ্রেমীরা। তখনই গোল পেয়ে যায় স্পেন। ম্যাচের ২৯ মিনিটে জালে বল জড়ান আলভারো মোরাতা। রডরির পাস সোজা খুঁজে নেয় স্ট্রাইকারকে। ঠান্ডা মাথায় গোল করে যান মোরাতা। সুযোগ পেলেও সমতা ফেরাতে ব্যর্থ হন কোভাচিচ। প্রথম গোল পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে ফেলে স্পেন। ইয়ামালের পাস খুঁজে নেয় পেদ্রিকে। তাঁর পাস ধরে দুই ডিফেন্দারকে কাটিয়ে দারুণ শটে গোল করে যান ফাবিয়ান রুইজ। স্পেনের তৃতীয় গোল আসে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। গোল করেন ড্যানি কার্ভাহাল । ডিফেন্ডার হলেও তাঁর গোল দেখে তা বোঝার উপায় ছিল না। অভিজ্ঞ এই ফুটবলার প্রচুর গোল করেছেন তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। তবে সেখান থেকে গোল করলেও তা বাতিল হয়। শট করার আগেই পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন ক্রোট ফুটবলাররা। যদিও শুধু গোল নয়, পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। পেটকোভিচের শট সেভ করেন উনাই সিমোন। ফিরতি বলে গোল করলেও তা বাতিল হয়।

আরও পড়ুন- ভিজে আউটফিল্ড , বাতিল ভারত-কানাডা ম্যাচ


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version