শাসকদল তৃণমূল, বিরোধী বাম-কংগ্রেস- সব পক্ষ প্রার্থী ঘোষণার পরে এবার রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। বিজেপি (BJP) সূত্রে খবর, গতবারের মতো এবারও মানিকতলায় প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবেকে (Kalyan Chowbay)। বাগদায় প্রার্থী হয়েছেন বিনয়কুমার বিশ্বাসকে (Binay Kumar Biswas)। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস (ManojKumar Biswas) ও রায়গঞ্জের (Raiganj) টিকিট পেয়েছেন মানসকুমার ঘোষ।
