Wednesday, November 5, 2025

অবশেষে রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

Date:

 

শাসকদল তৃণমূল, বিরোধী বাম-কংগ্রেস- সব পক্ষ প্রার্থী ঘোষণার পরে এবার রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। বিজেপি (BJP) সূত্রে খবর, গতবারের মতো এবারও মানিকতলায় প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবেকে (Kalyan Chowbay)। বাগদায় প্রার্থী হয়েছেন বিনয়কুমার বিশ্বাসকে (Binay Kumar Biswas)। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস (ManojKumar Biswas) ও রায়গঞ্জের (Raiganj) টিকিট পেয়েছেন মানসকুমার ঘোষ।চারকেন্দ্রে উপনির্বাচন ১০ জুলাই। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল (TMC)। তার পরে প্রার্থীদের নাম প্রকাশ করে বাম-কংগ্রেস জোটও। অবশেষে গোষ্ঠীদ্বন্দ্ব সামলে সবার পরে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। মানিকতলা কেন্দ্রে ফের প্রার্থী হবেন কল্যাণ চৌবে। গতবার সাধন পাণ্ডের বিরুদ্ধেও তিনিই প্রার্থী ছিলেন। তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী কল্যাণ। এরপরই তিনি ভোটের ফল নিয়ে বিস্তর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সাধন পাণ্ডে (Sadhan Pandey) প্রয়াত হন। কিন্তু কল্যাণের সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় এই আসনে উপনির্বাচন আটকে ছিল। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগও ওঠে কল্যাণের বিরুদ্ধে। এরপরে হাই কোর্টে ‘ইলেকশন পিটিশন’ প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানান কল্যাণ চৌবে (Kalyan Chowbay)। শেষ পর্যন্ত মামলা উঠে যাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে কমিশন। সেখানেই এবার তৃণমূল প্রার্থী প্রায়ত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। তাঁর বিরুদ্ধেও কল্যাণকেই প্রার্থী করেছে পদ্ম শিবির। লোকসভা নির্বাচনের পর রাজ্য়ের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।





Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version