Thursday, August 21, 2025

ভোট মিটতেই রাজনৈতিক প্রতিহিংসা! সন্দেশখালির ‘সত্য ফাঁস’ করে তৃণমূলে যোগ দিতেই সিরিয়াকে হেনস্থা BJP-র

Date:

বিজেপির (BJP) সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে নোংরা রাজনীতির পর্দা ফাঁস করে লোকসভা ভোটের (Loksabha Election) আগেই তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করেছিলেন। তৃণমূলের পতাকা হাতে নিয়ে তিনি জানিয়েছিলেন সন্দেশখালিকে যারা অশান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে। পাশাপাশি সন্দেশখালির ঘটনা যে পুরোপুরি বিজেপির সাজানো সেকথাও প্রমান সহ বুঝিয়ে দেন তিনি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বসিরহাটের সেই নেত্রী সিরিয়া পারভিনকেই (Syria Parveen) এবার রাতের অন্ধকারে হেনস্থার অভিযোগ উঠল। রবিবার রাতে বাদুড়িয়া থানার যদুরাটি এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সিরিয়ার অভিযোগ, রবিবার রাতে নিজের দলীয় কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেইসময় বাদুড়িয়ার যদুরাটিতে তাঁর গাড়ি দাঁড় করিয়ে প্রথমে তাঁকে ঠেলে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তাঁকে হেনস্থা করা হয়। এমনকি, তাঁর গাড়ির চালককেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি এবং আইএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সিরিয়া। সিরিয়ার আরও দাবি, আমি কাজ শেষ করে ফিরছিলাম। যদুরাটি নতুন হাটখোলা বাজার শেষ করে এগিয়ে আসতেই বিশেষ কাজে গাড়ি দাঁড় করাতে বলেছিলাম চালককে। কিন্তু গাড়ি পুরোপুরি দাঁড় করানোর আগেই একটা ছেলে আমার উপর হামলা চালায়। আমাকে বলে, “বিজেপি থেকে তৃণমূলে এসেছেন দালালি করার জন্য? কী করতে পারি দেখবেন”? এরপর আমার গাড়িচালক প্রশ্ন করায়, ওকে টেনে বার করে বেধড়ক মারধর শুরু করে। আমি গাড়ি থেকে বেরোতে গেলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। আমার নিরাপত্তারক্ষী না থাকলে আরও বিপদ হত। কে এসেছিল তদন্ত করে দেখা হোক। সাইকেলে করে এসেছিল এক জন। ওর পিছনে কত জন ছিল জানি না। আমার মনে হয় ওরা বিজেপি সমর্থিত আইএসএফ কর্মী। আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। কিন্তু এলাকারই ছেলে।

এদিকে ঘটনার পর রবিবার রাতেই বাদুড়িয়া থানায় অভিযোগও দায়ের করেছেন সিরিয়া। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তবে সিরিয়া যে এর শেষ দেখে ছাড়বেন তা ইতিমধ্যে তিনি স্পষ্ট করেছেন।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version