গতকাল জয় দিয়ে ইউর কাপের অভিযান শুরু করেছে ইংল্যান্ড। সার্বিয়াকে হারিয়েছে ১-০ গোলে। আর এরই মধ্যে ইংল্যান্ড দলের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করল ইংল্যান্ড ফুটবল সংস্থা। এফএ-এর তরফ থেকে জানানো হয়েছে হ্যারি কেনরা ইউরো কাপে জয় পেলে মোটা অঙ্কের পুরস্কার পাবেন।

ইউরো জিততে পারলে পুরস্কার মূল্য বাবদ ২৪ মিলিয়ন পাউন্ড পুরস্কার দল। ভারতীয় মুদ্রায় ২৫৪ কোটি টাকা। আর ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে এই পাবে ইংল্যান্ডের ফুটবল সংস্থা এফএ। এফএ জানিয়েছে, তার সিংহভাগ ফুটবলারদের দিয়ে দেওয়া হবে। এই নিয়ে এফএর তরফে জানানো হয়েছে, ১৪ মিলিয়ন পাউন্ড অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ১৪৮ কোটি টাকা ফুটবলার ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ইংল্যান্ডের অধিনায়ক কেন ও স্ট্রাইকার জুড বেলিংহ্যামকে অতিরিক্ত টাকা বোনাস হিসাবে দেওয়া হবে। অতিরিক্ত বোনাস পাবেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট ও সহকারী কোচ স্টিভ হল্যান্ডও। অর্থাৎ, চ্যাম্পিয়ন হতে পারলেই কোটিপতি হয়ে যাবে কেনরা।
আরও পড়ুন- মেসির পর এবার এমবাপেকে পাল্টা দিলেন রাফিনহা
