Wednesday, August 20, 2025

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এসএসকেএম-এ বোমার হুমকি মেল মঙ্গলবার দুপুরে। মেল পেয়েই পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে পৌঁছায় বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি। অন্যদিকে হুমকি মেল কারা পাঠিয়েছিল তা নিয়ে তদন্তে লালবাজার। উল্লেখযোগ্য মঙ্গলবার একই প্রেরক থেকে বোমার হুমকি মেল পৌঁছায় রাজস্থানের জয়পুরের একটি বেসরকারি কলেজে। সেই সঙ্গে শহরের আরো কয়েকটি জায়গায় এই প্রেরক থেকে হুমকি মেল আসে বলেও অভিযোগ।

মঙ্গলবার দুপুরে এসএসকেএমের প্রশাসনিক ভবনে একটি হুমকি মেল আসে হাসপাতাল বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে। হাসপাতালের ডিরেক্টর সঙ্গে সঙ্গে বিষয়টি কলকাতা পুলিশকে জানান। তাৎপর্যপূর্ণভাবে একই রকম মেল শহরের আরও কয়েকটি জায়গায় আসে। এমনকি রাজস্থানের রাজধানী শহরের শাস্ত্রিনগর এলাকার একটি বেসরকারি কলেজেও একই রকম মেল আসে।

হাসপাতালের তরফ থেকে অভিযোগ পেয়েই কলকাতা পুলিশ ও বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে আসে। তবে হাসপাতালে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পায়নি বম্ব স্কোয়াড। এরপরই যে সূত্র থেকে মেলটি এসেছিল, তার তদন্তে কলকাতা পুলিশ। কেএনআর নামে একটি সংগঠন এই হুমকি মেল পাঠিয়েছিল। সংগঠনের আদৌ কোনও অস্তিত্ব রয়েছে কিনা, বা তাদের উদ্দেশ্য কী তা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে।

Related articles

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...
Exit mobile version