Saturday, January 10, 2026

ইউজিসির নতুন নিয়ম, স্নাতকে না-পড়া বিষয়েও স্নাতকোত্তর পড়ার সুযোগ!

Date:

Share post:

স্নাতকোত্তর কোর্সে আসছে বড় বদল। নতুন নিয়মে স্নাতক উত্তীর্ণরা যে কোনও বিষয় নিতে পারবেন উচ্চ শিক্ষা। পাশাপাশি থাকছে গবেষণার ঢালাও সুযোগ। ২০২০-র জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি।নতুন নিয়মে স্নাতকোত্তর বা পিজি কোর্সকে ঢেলে সাজানো হয়েছে। কলেজেই এই কোর্স করার সুবিধা পাবেন ছাত্র-ছাত্রীরা। যাঁরা তিন বছরের গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবেন, তাঁরা দু বছরের পিজি প্রোগ্রাম বেছে নিতে পারবেন। দ্বিতীয় বর্ষ থেকেই গবেষণার কাজে মন দিতে পারবেন সংশ্লিষ্ট পড়ুয়া।

চার বছরের স্নাতক কোর্স চালুর সময়েই ইউজিসি বলেছিল, ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকলে কোনও পড়ুয়া গবেষণাভিত্তিক স্নাতকোত্তর পড়তে পারবেন। সেক্ষেত্রে এক বছরের কোর্স হবে তাঁর। যাঁরা তিন বছরের স্নাতক কোর্স করেছেন, তাঁরা পড়বেন দু’বছরের স্নাতকোত্তর। সেক্ষেত্রে পরবর্তী একটি বছর গবেষণার জন্য নিয়োজিত থাকবে। এছাড়া, পাঁচ বছরের ইন্টিগ্রেটেড স্নাতক/স্নাতকোত্তর কোর্স থাকছে। এর পাশাপাশি, দু’বছরের মাস্টার ডিগ্রিতে একটি ‘এগজিট পয়েন্ট’ও থাকছে। এক বছর সফলভাবে কোর্স করার পরে কেউ যদি স্নাতকোত্তরের পড়াশোনা ছেড়ে দিতে চান, তাহলে তিনি সেটা পারবেন। তাঁকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার শংসাপত্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সেক্ষেত্রে। ইউজিসি এখানেই থেমে নেই। রেগুলার কোর্সে একসঙ্গে দু’টি মাস্টার ডিগ্রি করার অনুমতিও দিয়েছে তারা।

আবার যে ছাত্র-ছাত্রীরা ৪ বছরের অনার্সে ভর্তি হবেন, তাঁদের জন্যেও পিজির সুযোগ-সুবিধা দিচ্ছে ইউজিসি। এই পড়ুয়ারা স্নাতকোত্তরের জন্য এক বছরের সময় পাবেন অর্থাৎ ৫ বছরের মধ্যে স্নাতকোত্তরের ডিগ্রি পেয়ে যাবেন তাঁরা। ফলে দ্রুত গবেষণার জন্য ঝাঁপিয়ে পড়তে পারবেন তাঁরা।স্নাতকোত্তর নিয়মেও একাধিক বদল করেছে ইউজিসি। এতদিন পর্যন্ত যে বিষয় নিয়ে পড়ুয়া এই কোর্সে ভর্তি হতেন, সেটি নিয়েই তাঁকে পড়াশোনা চালিয়ে যেতে হত। নতুন নিয়মে থাকছে না সেই বিধি নিষেধ। ফলে ছাত্র বা ছাত্রী নিজের ইচ্ছে মতো এক বিষয থেকে অন্য বিষয়ে যেতে পারবেন।

প্রসঙ্গত, যে পড়ুয়ারা ১৬০ ক্রেডিট-সহ অনার্স বা রিসার্চ-সহ অনার্স করবেন, তাঁরা সরাসরি এক বছরের পিজি কোর্সে ভর্তি হতে পারবেন। এতে থাকবে ২টি সেমেস্টার। অন্যদিকে ১২০ ক্রেডিট-সহ তিন বছরের স্নাতক উত্তীর্ণদের দু’বছরের পিজিতে ভর্তি হওয়ার সুযোগ দেবে ইউজিসি। যাতে সেমেস্টার থাকবে ৪টি।
১৬০ ক্রেডিট-সহ বিই বা বিটেক করা পড়ুয়াদের মধ্যে যাঁরা ৪ বছরের স্নাতকের কোর্স করেছেন তাঁরাও সহজেই এমই বা এমটেক করতে পারবেন। এই ছাত্র-ছাত্রীদের পিজি কোর্সটি হবে ২ বছরের। এছাড়া ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স যাঁরা করেছেন তাঁদেরও স্নাতকোত্তরে ভর্তি হওয়ার সুযোগ দেবে ইউজিসি।

 

 

 

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...