Saturday, August 23, 2025

স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি! উত্তর সিকিমে ১১৭৮ পর্যটককে উদ্ধার প্রশাসনের, আটক আরও ৯১

Date:

সাতদিন আটকে থাকার পর অবশেষে আশার আলো! ইতিমধ্যে বাড়ির পথে রওনা দিয়েছেন সিকিমে (Sikkim) আটকে থাকা বেশিরভাগ পর্যটক (Tourist)। মঙ্গলবার লাচুং (Lachung) থেকে প্রায় ১১৭৮ জন পর্যটককে উদ্ধার করেছে সিকিম প্রশাসন। তবে এখনও আটকে রয়েছেন কমপক্ষে ৯১ জন। আবহাওয়ার পরিস্থিতি ঠিক থাকলে বুধবারের মধ্যে তাঁদেরকেও উদ্ধারের বিষয়ে আশাবাদী প্রশাসন।

তবে সিকিমে যে আরও কয়েকদিন দুর্যোগ চলবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে সেখানে। তার জেরে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের কারণে পর্যটকরা আটকে পড়েছেন। বিপর্যস্ত জনজীবন।

চারদিন পর সোমবার আবহাওয়ার কিছুটা উন্নতি হতে শুরু করে। এরপরই উদ্ধারে নামে সিকিম প্রশাসন। কিন্তু ক্রমাগত বৃষ্টি আর ধসে বার বার বাধা পাচ্ছিল উদ্ধারকাজ। কিন্তু শেষমেশ সেই কাজ জোরকদমে শুরু হয়েছে। গত বুধবার থেকে সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়। এদিকে খারাপ আবহাওয়ার কারণে আকাশপথে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে পর্যটকদের উদ্ধার করতে হয়েছে সড়কপথে। মঙ্গলবার মংগন থেকে প্রায় মিনিট ৪৫ হেঁটে নিরাপদ জায়গায় যেতে পেরেছেন ১০৬০ জন পর্যটক। এছাড়াও উত্তর সিকিমের অন্যান্য জায়গা থেকেও পর্যটকের বের করতে পেরেছে প্রশাসন।

ইতিমধ্যে বিপর্যয়ের জেরে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের সড়কপথের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। একাধিক জায়গায় বড় বড় পাথর ধসে পড়ায় রাস্তার বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিবহণ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন।


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version