Wednesday, November 5, 2025

স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি! উত্তর সিকিমে ১১৭৮ পর্যটককে উদ্ধার প্রশাসনের, আটক আরও ৯১

Date:

সাতদিন আটকে থাকার পর অবশেষে আশার আলো! ইতিমধ্যে বাড়ির পথে রওনা দিয়েছেন সিকিমে (Sikkim) আটকে থাকা বেশিরভাগ পর্যটক (Tourist)। মঙ্গলবার লাচুং (Lachung) থেকে প্রায় ১১৭৮ জন পর্যটককে উদ্ধার করেছে সিকিম প্রশাসন। তবে এখনও আটকে রয়েছেন কমপক্ষে ৯১ জন। আবহাওয়ার পরিস্থিতি ঠিক থাকলে বুধবারের মধ্যে তাঁদেরকেও উদ্ধারের বিষয়ে আশাবাদী প্রশাসন।

তবে সিকিমে যে আরও কয়েকদিন দুর্যোগ চলবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে সেখানে। তার জেরে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের কারণে পর্যটকরা আটকে পড়েছেন। বিপর্যস্ত জনজীবন।

চারদিন পর সোমবার আবহাওয়ার কিছুটা উন্নতি হতে শুরু করে। এরপরই উদ্ধারে নামে সিকিম প্রশাসন। কিন্তু ক্রমাগত বৃষ্টি আর ধসে বার বার বাধা পাচ্ছিল উদ্ধারকাজ। কিন্তু শেষমেশ সেই কাজ জোরকদমে শুরু হয়েছে। গত বুধবার থেকে সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়। এদিকে খারাপ আবহাওয়ার কারণে আকাশপথে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে পর্যটকদের উদ্ধার করতে হয়েছে সড়কপথে। মঙ্গলবার মংগন থেকে প্রায় মিনিট ৪৫ হেঁটে নিরাপদ জায়গায় যেতে পেরেছেন ১০৬০ জন পর্যটক। এছাড়াও উত্তর সিকিমের অন্যান্য জায়গা থেকেও পর্যটকের বের করতে পেরেছে প্রশাসন।

ইতিমধ্যে বিপর্যয়ের জেরে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের সড়কপথের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। একাধিক জায়গায় বড় বড় পাথর ধসে পড়ায় রাস্তার বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিবহণ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন।


Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version