Thursday, May 15, 2025

সরকারি দফতর-স্কুলে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

 

সরকারি দফতর, স্কুলে বন্ধ করতে হবে বিদ্যুতের অপচয়। বৃহস্পতিবার, নবান্নে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘ লোকসভা নির্বাচন পর্বে সরকারি প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। এবার সরকারি অর্থ, পরিকাঠামো এবং রসদের অপচয় রুখে পরিষেবা উন্নয়নের নির্দেশ দিলেন তিনি। কারণ, এতে কোষাগার থেকে বিপুল অর্থও ব্যয় হচ্ছে। সরকারি সম্পদ রক্ষায় শীর্ষ কর্তাদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন বিদ্যুৎ, পানীয় জল ইত্যাদির অপচয় রুখতে বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল, সরকারি অফিসে বিদ্যুতের অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, অকারণে বিদ্যুতের অপচয় বন্ধ করতে হবে। এতে সরকারেরও খরচ বাড়ছে।

পাশাপাশি সরকারি জমি দখলকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, সরকারি জমি দখল কোনওভাবেই মানা হবে না। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে সরকারি জমি নিয়ে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট (Report) তলব করেছেন মুখ্যসচিব। আগামী সোমবারের মধ্যে সেই রিপোর্ট হাতে চান বলে জানিয়েছেন মমতা (Mamata Banerjee)।

বিভিন্ন পুরসভা ও উন্নয়ন পর্ষদের মাধ্যমে নাগরিক পরিষেবায় আরো গতি আনতেও নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। পানীয় জল, নিকাশির মানোন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়ার তিনি নির্দেশ দেন। বিভিন্ন পুরসভা ও পুরনিগমে অধীনে থাকা নাগরিকরা রাস্তা, পানীয় জল, নিকাশী সংক্রান্ত বিষয়ে ঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সব পুরনিগমের মেয়র ও পুরসভার চেয়ারম্যানদের নিয়ে সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করবেন বলে জানিয়েছেন। এদিনের বৈঠকে কয়েকজন আমলার কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।





spot_img

Related articles

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...

৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

উদ্বোধনের মুহূর্ত থেকেই মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত সেজে উঠছে মুখ্যমন্ত্রীর(Chief Minister) নেতৃত্বে তৈরী দিঘার জগন্নাথ মন্দির(Digha...