কেন্দ্রীয় মন্ত্রী অথচ জানেন না কেন্দ্রের স্লোগান। শুধু তাই নয়, লিখতে পারছেন না সহজ হিন্দি বানান! ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানটুকু লিখতে গিয়ে রীতিমতো নাকানিচোবানি খেলেন কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর (Sabitri Thakur)। তাঁর কীর্তি দেখে হাসির রোল নেট দুনিয়ায়। উড়ে আসছে বিভিন্ন টিপ্পনিও। নেটিজেনদের মতে, শিক্ষাগত যোগ্য না দেখে ধর্মের ভিত্তিতে ভোট দেওয়াতেই এই পরিণতি।
কন্যাভ্রূণ হত্যা রুখতে ও তাদের শিক্ষার অধিকার দিতে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছিল মোদি সরকার। কিন্তু তাঁর মন্ত্রিসভা মহিলা সদস্যর লেখাপড়ার দৌড় দেখে উঠছে হাসির রোল। প্রকল্পের বানান লিখতে গিয়ে তাঁকে হোঁচট খেয়ে ভুল লিখছেন সাবিত্রী। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস-সহ বিরোধীরা।
নির্বাচনী হলফনামায় সাবিত্রী ঠাকুর (Sabitri Thakur) নিজের শিক্ষাগত যোগ্যতা লেখেন, তিনি দ্বাদশ উত্তীর্ণ। কিন্তু প্রশ্ন উঠছে একজন দ্বাদশ উত্তীর্ণ মানুষ কি মাতৃভাষাও লিখতে জানেন না! নেটিজেনরা কটাক্ষ করে লেখেন, ওনাকে শিক্ষামন্ত্রী করলে আরও ভালো মানাত।