Wednesday, August 27, 2025

গত ৬ বছরে রেকর্ড! তাপপ্রবাহের জেরে ‘মৃত্যুপুরী’ দিল্লি, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

তাপপ্রবাহের (Heatwave) জেরে ভয়াবহ অবস্থা দিল্লিতে (Delhi)। গত ১১ জুন থেকে এখনও পর্যন্ত দিল্লিতে মৃত্যু হয়েছে ১৯২ মানুষের। সম্প্রতি এনজিও (NGO)  ফর হললিস্টিক ডেভেলপমেন্টের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড। গত ৭১ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে পাঁচজনের। পাশাপাশি প্রবল গরমে দেখা দিয়েছে জল সঙ্কট। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বড়সড় বিপদ রাজধানী শহরের জন্য অপেক্ষা করছে বলে মত বিশেষজ্ঞদের।

তবে এই প্রথম নয়, এর আগে ২০২২ সালে দিল্লির গরমে ১৫০ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পাশাপাশি রিপোর্ট উল্লেখ, ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৪৩, ২০২০ সালে তা কমে হয়েছিল ১২৪। সবথেকে কম মৃত্যুর ঘটনা ঘটেছিল ২০২১ সালে, সেই বছর ৫৮ জনের প্রাণ কেড়েছিল ভয়াবহ গরম। এছাড়া গত বছরে দিল্লিতে গরমে মৃত্যু হয়েছিল ৭৫ জনের। এদিকে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই সতর্ক হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সরকারি হাসপাতালগুলিতে ইতিমধ্যে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন। আপাতত হিটস্ট্রোকের রোগীদেরই অগ্রাধিকার দিতে বলেছে সরকার।

এনজিওর একটি সমীক্ষায় বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে মারা যাওয়া মানুষের দাবিহীন মৃতদেহের ৮০ শতাংশই গৃহহীন। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষও এই বিষয়ে আলাদা গাইডলাইন প্রকাশ করেছে। হিট স্ট্রোক এবং গরম সংক্রান্ত অন্যান্য অসুস্থতার হাত থেকে বাঁচতে সাধারণ মানুষের কী কী করা উচিত, তা জানানো হয়েছে ওই গাইডলাইনে। তবে আবহাওয়াবিদদের মতে, গত ১২ বছরে এমন গরমের দাবদাহ দেখা যায়নি রাজধানী শহরে।


Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version