Wednesday, November 5, 2025

গত ৬ বছরে রেকর্ড! তাপপ্রবাহের জেরে ‘মৃত্যুপুরী’ দিল্লি, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

তাপপ্রবাহের (Heatwave) জেরে ভয়াবহ অবস্থা দিল্লিতে (Delhi)। গত ১১ জুন থেকে এখনও পর্যন্ত দিল্লিতে মৃত্যু হয়েছে ১৯২ মানুষের। সম্প্রতি এনজিও (NGO)  ফর হললিস্টিক ডেভেলপমেন্টের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড। গত ৭১ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে পাঁচজনের। পাশাপাশি প্রবল গরমে দেখা দিয়েছে জল সঙ্কট। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বড়সড় বিপদ রাজধানী শহরের জন্য অপেক্ষা করছে বলে মত বিশেষজ্ঞদের।

তবে এই প্রথম নয়, এর আগে ২০২২ সালে দিল্লির গরমে ১৫০ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পাশাপাশি রিপোর্ট উল্লেখ, ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৪৩, ২০২০ সালে তা কমে হয়েছিল ১২৪। সবথেকে কম মৃত্যুর ঘটনা ঘটেছিল ২০২১ সালে, সেই বছর ৫৮ জনের প্রাণ কেড়েছিল ভয়াবহ গরম। এছাড়া গত বছরে দিল্লিতে গরমে মৃত্যু হয়েছিল ৭৫ জনের। এদিকে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই সতর্ক হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সরকারি হাসপাতালগুলিতে ইতিমধ্যে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন। আপাতত হিটস্ট্রোকের রোগীদেরই অগ্রাধিকার দিতে বলেছে সরকার।

এনজিওর একটি সমীক্ষায় বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে মারা যাওয়া মানুষের দাবিহীন মৃতদেহের ৮০ শতাংশই গৃহহীন। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষও এই বিষয়ে আলাদা গাইডলাইন প্রকাশ করেছে। হিট স্ট্রোক এবং গরম সংক্রান্ত অন্যান্য অসুস্থতার হাত থেকে বাঁচতে সাধারণ মানুষের কী কী করা উচিত, তা জানানো হয়েছে ওই গাইডলাইনে। তবে আবহাওয়াবিদদের মতে, গত ১২ বছরে এমন গরমের দাবদাহ দেখা যায়নি রাজধানী শহরে।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version