গতকাল ইউরো কাপের হাইভোল্টেজ ম্যাচে ইতালির বিরুদ্ধে জয় পায় স্পেন। এই জয়ের ফলে প্রি-কোয়ার্টারের যোগ্যতা অর্জন করেছে স্প্যানিশরা। আর এরপরই নিজের দল নিয়ে বিশেষ বার্তা দিলেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। জানালেন, ইউরোর সব থেকে ভালো দল স্পেন। ট্রফির অন্যতম দাবিদার তারা।

এই নিয়ে ইতালিকে হারিয়ে দে লা ফুয়েন্তে বলেন, “শুধু জয় নয়, যে ভাবে আমরা গত বারের ইউরোজয়ীদের হারিয়েছি সেটা দেখুন। শারীরিক, কৌশলগত এবং প্রতিভার দিক থেকে আমরা বিপক্ষের থেকে এগিয়ে ছিলাম।” এখানেই না থেলে স্প্যানিশ কোচ আরও বলেন, “ নকআউট শুরু হলে ছোটখাটো ব্যাপারে আরও নজর দিতে হবে। তবে আমরা প্রমাণ করে দিয়েছি স্পেনের চেয়ে ভাল দল নেই। ধীরে ধীরে দলগুলো আমাদের সম্পর্কে আরও ভাল করে জানবে। কিন্তু নিজেদের কাজ ভাল করে করতে পারলে আমাদের থেকে ভাল দল আর কেউ নেই। স্পেনের ফুটবল বিশ্বের সেরা। আমি জানি এই দলে কারা রয়েছে। তবে এখনও আমরা কিছু অর্জন করতে পারিনি। আরও নিখুঁত হতে হবে আমাদের। প্রতিপক্ষের প্রতি সমীহ রাখতে হবে।”


আরও পড়ুন- শামির সঙ্গে কি বিয়ে সানিয়ার ? মুখ খুললেন প্রাক্তন টেনিস সুন্দরীর বাবা
