Friday, November 7, 2025

নিয়োগ মামলার তলবে নিজামে তাপস, কয়লা কাণ্ডে ধৃতদের আদালতে পেশ CBI-এর 

Date:

ভোট পর্ব মিটে দেশে নতুন সরকার গঠন হতে না হতেই বাংলায় ফের কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা চালু। নরেন্দ্র মোদির (Narendra Modi) দুই অস্ত্র ইডি (ED ) এবং সিবিআইকে (CBI) কাজে লাগিয়ে বাংলাকে টার্গেট করার রাজনীতি ফের শুরু করে দিয়েছে বিজেপি। প্রাথমিক নিয়োগ মামলার তদন্তের নামে এবার শিক্ষক-অশিক্ষক কর্মীদের তালিকা তৈরি করছে কেন্দ্রীয় এজেন্সি বলে খবর মিলেছে। ১১ জন শিক্ষক এবং দুই শিক্ষা কর্মীর নাম রয়েছে তাতে। মোট ৩৭ জনকে আগামী সপ্তাহের শুরুতেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর মাঝেই তলব করা হলো তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে (Tapas Saha)। তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে শুক্রবার বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে CBI দফতরে পৌঁছন বিধায়ক।

প্রাথমিক নিয়োগ মামলার নামে গত দু’বছর ধরে রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের টার্গেট করছে মোদি নিয়ন্ত্রণাধীন ইডি -সিবিআই । টাকার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে তাপস শাহ কে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।২০২৩ সালের এপ্রিল মাসে বিধায়কের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযানে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তল্লাশি করেন। এমনকি তাঁর আপ্তসহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরপাড় জুড়ে তল্লাশি চলে। সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টার অভিযান শেষে তাপসের বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা। আজ ফের তাঁকে তলব করা হয়েছে।

অন্যদিকে কয়লা কাণ্ডে বৃহস্পতিবার সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যান এক ইসিএল কর্তা-সহ ২ জন। টানা জেরার পর বয়ানে অসঙ্গতি মেলায় তাঁদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ধৃতদের তোলা হয়েছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে।

 

Related articles

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...
Exit mobile version