Saturday, November 8, 2025

শনিবার ভোরে শহরের শতাব্দী প্রাচীন এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সাড়ে তিনটে নাগাদ বিবাদী বাগের (BBD Bag Area) ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। আগুনের উৎসস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে দমকল কর্মীদের। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা স্থলে দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাড়িটি থেকে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। কালো ধোঁয়ায়। গোটা এলাকা ঢেকে গিয়েছে । বাড়িটির বয়স ১০০ বছরেরও বেশি হওয়ায় সেটির কাঠামো ভেঙে পড়ার আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা। এই বাড়িতে ২৫ টি পরিবারের বাস, সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ। বাড়িটির উপরের তল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। সাড়ে দশটার মধ্যে আগুন সম্পূর্ণ নেভানো গেছে বলে জানা যাচ্ছে। দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কেউ যদি বাড়িতে বেআইনিভাবে কোন দাহ্য পদার্থ বা কেমিক্যাল রেখে থাকেন তাহলে সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই ওই বিল্ডিংয়ে যে সমস্ত অফিস রয়েছে সেখানকার কর্মচারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ৫ নম্বর গার্স্টিন প্লেসের ওই বাড়িতে আইনজীবীদের অফিস রয়েছে। তারা জানাচ্ছেন আগুনে পুড়ে অনেক নথি ছাই হয়ে গেছে কিন্তু পুলিশ ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এই অভিযোগ তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। দমকলমন্ত্রীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও কুলিং এখনও পর্যন্ত শেষ হয়নি। পরে দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে। সব দিক চিন্তা করেই আপাতত ওই বিল্ডিংয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version