Saturday, May 3, 2025

থানা ঘেরাওয়ের নাটক বানচাল! অগ্নিমিত্রার মিথ্যাচারের পাল্টা গো ব্যাক স্লোগান তৃণমূলের

Date:

লোকসভা ভোটে (Loksabha Election) লজ্জাজনক হার! আর সেই হারের ধাক্কা একেবারে সামলাতে না পেরে ‘প্রতিহিংসার রাজনীতি’ অব্যহত বিজেপির (BJP)। বাংলায় পায়ের তলার মাটি সরতেই হালে পানি না পাওয়ার হাল গেরুয়া শিবিরের। আর সেকারণেই কোনও ইস্যু না পেয়ে একের পর এক গাজোয়ারি শুরু বিজেপির। রবিবারও গেরুয়া রাজনীতির সেই ধারাই বজায় রইল। এদিন থানা ঘেরাও করে, রাস্তায় বসে উত্তেজনা ছড়ানোর সৃষ্টি করলেও কাজে দিল না বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) প্রচেষ্টা। উল্টে বিজেপি নেত্রীর এমন পদক্ষেপের বিরুদ্ধে এলাকা অশান্ত করার অভিযোগে বিজেপি নেত্রীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল (TMC)। তবে পুলিশের তৎপরতায় অগ্নিমিত্রার যাবতীয় কর্মকাণ্ড বানচাল হয়ে যেতেই থানার সামনে বসেই গাজোয়ারি শুরু করেন বিজেপি নেত্রী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর।

অভিযোগ কয়েক দিন আগে আত্মহত্যার চেষ্টা করেন এক গৃহবধূ। বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর ২৩ নম্বর ওয়ার্ড থেকে সুকুমার বাউড়ি এবং শেখ বিল্লিকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ঘটনায় রাজনীতির অছিলায় হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর সঙ্গে করে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার ওই গৃহবধূর পরিবার-পরিজনেদের সঙ্গে নিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতারি এবং নিরাপত্তার দাবিতে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ঘেরাও করেন বিজেপি নেত্রী। এরপরই থানার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপি বিধায়ক।

অগ্নিমিত্রারা যখন থানার সামনে বিক্ষোভ করছেন তার খানিক দূরেই জড়ো হন তৃণমূলের লোকজন। তাঁরা বিজেপি বিধায়ককে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, নবীনপল্লি এলাকার তৃণমূলের বুথ সভাপতি পরিমল হালদারের অভিযোগ, ‘‘আত্মহত্যার নাম করে ওই মহিলা বিজেপি কর্মীদের দিয়ে ভুয়ো ভিডিয়ো করে আমাদের বদনামের চেষ্টা হচ্ছে। আর অগ্নিমিত্রা তাতে রাজনৈতিক রং দেওয়ার জন্য থানা ঘেরাও করেছেন। দুর্গাপরের মতো শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করাতেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version