Saturday, May 3, 2025

ফের ছত্তিশগড়ে মাওবাদী হামলা! সুকমায় বিস্ফোরণে শহিদ দুই কোবরা কমান্ডো

Date:

ফের মাওবাদী হামলার (Maoist Attack) জের! ছত্তিশগড়ের (Chattisgarh) সুকমায় (Sukma) আইইডি বিস্ফোরণে এবার প্রাণ হারালেন দুই কোবরা জওয়ান (COBRA Commando)। সূত্রের খবর, রবিবার দুপুর ৩টে নাগাদ সুকমার সিলগের থেকে টেকুলাগুদেম গ্রামের দিকে রুটিন টহল দিচ্ছিলেন সিআরপিএফের সেনা জওয়ানেরা। সেই সময় আচমকাই বিস্ফোরণ হয়। তার জেরেই জওয়ানদের একটি ট্রাক ছিটকে গিয়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই সেনা জওয়ান বিষ্ণু আর এবং শৈলেন্দ্রর।

তবে বিগত কয়েক মাসে, ছত্তিশগড়ে মাওবাদী মোকাবিলায় আশাতীত সাফল্য পেয়েছে সশস্ত্র বাহিনী। তবে, রবিবার রাজ্যের মাও অধ্যুষিত জেলা, সুকমায় মাও হানায় শহিদ হলেন কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন বা কোবরা বাহিনীর দুই জওয়ান। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী। পুলিশ জানিয়েছে, কোবরা বাহিনীর ওই সদস্যদের ট্রাকে একটি আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা।

সিআরপিএফ-এর বিশেষ গেরিলা বাহিনী হল কোবরা। বস্তার পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সেনার ট্রাকটি চালাচ্ছিলেন বিষ্ণু। সঙ্গে ছিলেন শৈলেন্দ্র। এদিন ২০১ কোবরা ব্যাটেলিয়নের সদস্যরা বাইক এবং ট্রাক নিয়ে যখন এগোচ্ছিলেন, তখন বিস্ফোরণটি হয়। যে জওয়ান ট্রাকটি চালাচ্ছিলেন এবং আরও এক জওয়ানের মৃত্যু হয়েছে। গত মাসেই ছত্তিশগড়ে মাওবাদী গেরিলা বাহিনীর সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলে। বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলায় এই গুলির লড়াইয়ে মৃত্যু হয় মাওবাদীদের নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল-র অন্তত আট সদস্যের। নিহত হন নিরাপত্তাবাহিনীর এক জওয়ান। গুরুতর জখম হন দু’জন।

শনিবারই ছত্তিশগড়ে এটি এক মাও-বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছিল সশস্ত্র বাহিনী। সুকমা জেলারই কোরাজগুড়ার জঙ্গলে যৌথ অভিযান চালায় সুকমা পুলিশ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সিআরপিএফ। মাও শিবিরে জাল নোট ছাপানোর এক চক্রের সন্ধান মিলতেই তৎপর হয় বাহিনী। সুকমা জেলায় স্থানীয় অর্থনীতিকে অস্থিতিশীল করতে ওই জাল নোটগুলি ব্যবহার করা হচ্ছিল বলে দাবি যৌথ বাহিনীর। এই সফল অভিযানের পাল্টা জবাব দিতেই এই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version