রোনাল্ডোর ব্যবহার মন কেড়েছে ফুতবলপ্রেমীদের, বিরাট বার্তা পর্তুগাল কোচের

এতদিন পর্তুগিজ তারকার নামের পাশে ছিল ইউরো কাপে সবচেয়ে বেশি গোল করার নজির।

অনেকেই বলেন, মাঠে তিনি শুধুমাত্র নিজের গোলের কথা ভাবেন। সতীর্থদের নিয়ে তাঁর বিন্দুমাত্র মাথাব্যথা নেই। কিন্তু তুরস্কের ম্যাচে সব সমালোচনার যেন জবাব দিয়ে দিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরস্ক ম্যাচে গোলে শট করার সুযোগ থাকলেও তা না করে রোনাল্ডো পাস দেন বাঁ দিক থেকে উঠে আসা ব্রুনো ফার্নান্দেজকে। ফাঁকা গোলে বলটা ঠেলে দেন তিনি। আর এতেই যেন সব সমালোচনার জবাব দেন সিআরসেভেন । শুধু সমালোচনার জবাব নয় , এই ম্যাচে রেকর্ডও গড়েন রোনাল্ডো।

এতদিন পর্তুগিজ তারকার নামের পাশে ছিল ইউরো কাপে সবচেয়ে বেশি গোল করার নজির। ১৪ গোল করে অনেকটাই এগিয়ে তিনি। এবার রোনাল্ডোর নামের পাশে যোগ হল সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার। তুরস্কের বিরুদ্ধে ম্যাচের শেষ গোলটিতে ব্রুনো ফার্নান্দেজের পায়ে সাজানো বল তুলে দেন সিআরসেভেন । অথচ নিজেই ফাঁকা গোলে বল ঠেলতে পারতেন। কিন্তু তাঁর বদলে বল বাড়িয়ে দিলেন ব্রুনোকে।আর এর সুবাদেই নজির গড়েন রোনাল্ডো। ইউরোয় ৮টি অ্যাসিস্ট করে তিনি ছাপিয়ে গেলেন চেক প্রজাতন্ত্রের পোবোরস্কিকে। রোনাল্ডোর এই মানসীকতা মন কেড়েছে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের। তিনি বলেন, “ ক্রিশ্চিয়ানো যেটা করল, সেটা অসাধারণ। গোলের সামনে দাঁড়িয়ে ও ব্রুনো পাস করার সিদ্ধান্ত নিল। এই মুহূর্তটা শুধু পর্তুগাল নয়, সারা বিশ্বের সব ট্রেনিং অ্যাকাডেমিতে দেখানো উচিত।“

আরও পড়ুন- এবার সেরা ফিল্ডার SKY, পুরস্কার তুলে দিলেন কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস