Thursday, August 21, 2025

আজ ইউরো কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে নামছে জার্মানি। ইউরোয় এবার নতুন জার্মানিকে দেখা যাচ্ছে। কোচ জুলিয়ান নাগেলসমান দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন দলকে। আক্রমণাত্মক ফুটবল খেলে গ্রুপের প্রথম দুই ম্যাচে স্কটল্যান্ড এবং হাঙ্গেরিকে কার্যত উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে নাগেলসমানের দল। দুই ম্যাচে মোট সাত গোল করেছে জার্মানি। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তারা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড। দুই দল এবার পরস্পরের মুখোমুখি হচ্ছে রবিবার রাতে বার্লিনে। গ্রুপের শীর্ষস্থান পাওয়ার লড়াই দু’দলের।

দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ছেন ২১ বছরের জার্মান উইঙ্গার জামাল মুসিয়ালা। দুই ম্যাচেই তাঁকে সামলাতে হিমশিম খেয়েছেন বিপক্ষ ডিফেন্ডাররা। তবে শুধু মুসিয়ালা নন, জার্মান কোচের আক্রমণাত্মক ছকে অন্যতম অস্ত্র ফ্লোরিয়ান উইর্ৎজ কাই হাভার্টজ এবং অধিনায়ক ইকেই গুন্দোগান। জার্মান কোচ নাগেলসমান সুইস দ্বৈরথের আগে বলেছেন, ‘‘দলে কিছু পরিবর্তন হতে পারে। তবে বড় পরিবর্তন করে ছন্দ নষ্ট করব না টিমের। গ্রুপের শীর্ষস্থান পাওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচ জিততে চাই।’’ তবে জার্মান কোচ টিমের আক্রমণভাগের ত্রয়ী গুন্দোগান, মুসিয়ালা ও ফ্লোরিয়ানকে প্রথম একাদশে ধরে রাখতে পারেন।

সুইজারল্যান্ডের তারকা উইঙ্গার জারদান শাকিরির সঙ্গে মুসিয়ালার দ্বৈরথের দিকে নজর থাকবে সবার। শাকিরি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। জার্মানি ম্যাচের আগে বলেছেন, ‘‘সুপার অ্যাটাক জার্মানির। আয়োজক দেশ হিসেবে দুর্দান্ত শুরু করেছে। একেবারে আলাদা একটা দলের বিরুদ্ধে খেলব আমরা। আমরা আত্মবিশ্বাসী।

আরও পড়ুন- তুরস্ককে ৩-০ উড়িয়ে ইউরো কাপের শেষ ষোলোতে পর্তুগাল

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version