Saturday, July 5, 2025

শ্রাচী রাঢ় টাইগার্সকে হারিয়ে থ্রিলার জিতল হাওড়া, কপাল খুলল অভিষেক পোড়েলের টিমের! সেমিতে কলকাতা টাইগার্স

Date:

উদ্বোধনী বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ চার সেমিফাইনালিস্ট পেয়ে গেল। প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল স্ম্যাশার্স মালদা। এরপর ঋদ্ধিমান সাহার রাশমি মেদিনীপুর উইজার্ডসও সেমিফাইনাল নিশ্চিত করে। তৃতীয় দল হিসেবে শেষ চারে গিয়েছিল মুর্শিদাবাদ কিংস। চতুর্থ দল কে হবে, এই নিয়ে ছিল জটিল অঙ্ক। এ দিন ইডেনে মুখোমুখি হয়েছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও শ্রাচী রাঢ় টাইগার্স। যদিও রুদ্ধশ্বাস ম্যাচ জিতেও লাভ হল না হাওড়া ওয়ারিয়র্সের। তাদের জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।
বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে হাইস্কোরিং এবং রুদ্ধশ্বাস ম্যাচ দেখল ইডেন গার্ডেন্স। টুর্নামেন্টে এখনও অবধি সবচেয়ে আকর্ষণীয় ম্যাচও বলা যায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রাচী রাঢ় টাইগার্স। হাওড়া ওয়ারিয়র্স বিধ্বংসী ব্যাটিং করে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৫ রান করে হাওড়া। পঙ্কজ শ ৩৩ বলে ৫৫, সক্ষম চৌধুরী ৩৮ বলে ৫৪ এবং অভিষেক দাস মাত্র ২১ বলে ৪৭ রান করেন। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে প্রতিপক্ষকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হত হাওড়াকে।
রান তাড়ায় অনবদ্য খেলে রাঢ় টাইগার্সও। জয়ের দরজায় পৌঁছে গিয়েছিল তারা। শেষ অবধি ১ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। যদিও তাদের সেমিফাইনালে ওঠার লক্ষ্য পূরণ হয়নি। হাওড়া ওয়ারিয়র্সের ঝুলিতে ৭ ম্যাচে ৮ পয়েন্ট। অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন কলকাতা টাইগার্সেরও একই পয়েন্ট। দু-দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে কলকাতা টাইগার্স। আর সেই ভিত্তিতেই অনুষ্টুপ মজুমদারের নেতৃত্বাধীন হাওড়াকে ছাপিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেন অভিষেক পোড়েলরা।

 

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version