অযোধ্যায় জয়ী দলিত অবধেশের হাত ধরে সংসদে প্রবেশে চমক অখিলেশের

এরই পাশাপাশি সমাজবাদী পার্টি যে দলিতদের পাশে রয়েছে এদিন সে বার্তাও দিলেন সপা প্রধান।

এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে রামমন্দিরকে সামনে রেখে হিন্দুত্বের আবেগকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চেয়েছিল বিজেপি। মনে করেছিল এই পথে অনায়াসে জয় আসবে অযোধ্যায়। কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয়নি। ফৈজাবাদ কেন্দ্রে এবার জয়ী হয়েছেন সপা প্রার্থী অবধেশ প্রসাদ। সোমবার সংসদের অধিবেশনের প্রথম দিনে সেই সপা প্রার্থী অধবেশকে সামনে রেখে সংসদে মেগা প্রবেশ করলেন সপা প্রধান অখিলেশ যাদব। যা নিয়ে গুঞ্জন গোটা দেশ জুড়ে।

অধিবেশনের প্রথম দিন একসঙ্গে সংসদে প্রবেশ করেন ৩৭ জন সপা সাংসদ। এই তালিকায় অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল যাদব, কাকা রামগোপাল যাদবের মতো জনপ্রিয় মুখ ছিলেন ঠিকই, কিন্তু তাদের সকলকে পিছনে পাঠিয়ে অখিলেশ সবার সামনে নিয়ে আসেন অবধেশ প্রসাদকে। দেখা যায়, এক হাতে সংবিধান ও অন্যহাতে দলিত সাংসদ অবধেশের হাত ধরে সংসদে প্রবেশ করছেন অখিলেশ যাদব। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি,এভাবে সংসদ অধিবেশনের প্রথম দিনে অবধেশকে সামনের সারিতে রেকে অখিলেশ কার্যত বার্তা দিলেন, ধর্মের নামে বিজেপির রাজনীতির দিন শেষ। বিজেপির ধর্মের খেলা মানুষ বুঝে গিয়েছে বলেই ফৈজাবাদ কেন্দ্রে বিজ্পিকে পিছনে ফেলে জয়ী হয়েছেন সপা প্রার্থী । তার দল চায় ধর্মের রাজনীতি নয়, রাজনীতি হোক রোটি, কাপড়া, মকানের উপর ভিত্তি করে। দেশের মানুষের কাছে সেই বার্তা দিতেই ফৈজাবাদ কেন্দ্রের প্রার্থী অবধেশ প্রসাদকে আজ এইভাবে সামনের সারিতে আনা হয়েছে। এরই পাশাপাশি সমাজবাদী পার্টি যে দলিতদের পাশে রয়েছে এদিন সে বার্তাও দিলেন সপা প্রধান।

অযোধ্যায় রামমন্দির তৈরি হয়েছে ৫০০ বছর পর। ১৯৮৯ সাল থেকে অযোধ্যা ও রামমন্দিরকে সামনে রেখে রাজনীতির ময়দানে হাওয়া গরম করেছে বিজেপি। গেরুয়া শিবিরের মনে হয়েছিল ২০২৪-এর লোকসভা নির্বাচনে সেই রামমন্দিরকে সামনে রেখে উত্তরপ্রদেশে বাজিমাত করা সম্ভব হবে। তবে বাস্তবে দেখা যায় বিজেপির উগ্র হিন্দুত্ব বুমেরাং হয়ে ফিরেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এবার ২৯টি আসন কম পেয়েছে বিজেপি। ফৈজাবাদ লোকসভা আসনে সপা প্রার্থী অবধেশ প্রসাদের জয়কে এক বিরাট সাফল্য হিসেবে দেখছে বিরোধী শিবির। এবার সেই অবধেশকেই সামনের সারিতে তুলে আনলেন অখিলেশ। সংবিধান হাতে সংসদে প্রবেশ প্রসঙ্গে অখিলেশ বলেছেন, শাসকদলকে বার্তা দেওয়া যে এই বইয়ের উপর কোনওরকম আঁচ আসতে দেব না আমরা। শাসকদল সংবিধানকে ধ্বংসের চেষ্টা করছে প্রতিনিয়ত। আমরা প্রাণ দিয়ে সংবিধান রক্ষা করব। এই পরিস্থিতিতে,অবধেশকে সামনের সারিতে আনার সিদ্ধান্ত নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।