Tuesday, January 6, 2026

মোহনবাগানে যোগ দিয়ে কী বললেন আপুইয়া রালতে ?

Date:

Share post:

গতকালই জল্পনার অবসান ঘটে। মোহনবাগান সুপার জায়ান্টে আসেন আপুইয়া রালতে। গতকালই এমনটাই জানিয়ে দেওয়া হয় মুম্বই সিটি এফসির পক্ষ থেকে। আর এদিন আপুইয়াকে নিয়ে মোহনবাগানের তরফ থেকে হল আনুষ্ঠানিক ঘোষণা।জানিয়ে দেওয়া হল বাগানে রালতে। পাঁচ বছরের চুক্তিতে বাগানে আপুইয়া। আপুইয়াকে নিতে বেশ কয়েকদিন ধরেই ঝাপিয়েছিল মোহনবাগেন। ঝাপিয়েছিল ইস্টবেঙ্গল এফসিও। কিন্তু শেষমেশ শেষ হাসে মোহনবাগান। আপুইয়াকে দলে পেয়ে উচ্ছ্বসিত বাগানের নতুন কোচ জোসে মোলিনা। অপরদিকে সবুজ-মেরুনে যোগ দিয়ে খুশি প্রাক্তন ফুটবলার।

এদিন আপুইয়াকে নিয়ে বাগানের নতুন কোচ মোলিনা বলেন, “ আপুইয়া দলে যোগ দেওয়ায় মাঝমাঠের শক্তি বাড়বে। গত মরশুমে নিজের গুরুত্ব প্রমাণ করেছে ও। মিডফিল্ডার হিসেবে ভারতীয় জার্সিতেও নিজেকে প্রমাণ করেছে আপুইয়া। ও যোগ দেওয়ায় মাঝমাঠে প্রতিযোগিতা বাড়বে। দলের পারফরম্যান্সেরও উন্নতি ঘটবে।” অপরদিকে বাগানে যোগ দিয়ে বাগানের নতুন মিজো ফুটবলার বলেন, “ ভারতীয় ফুটবলে মোহনবাগানের একটা আলাদা জায়গা আছে। ইতিহাসও জড়িয়ে আছে ক্লাবের সঙ্গে। সেই দলে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও উত্তেজিত। পরিশ্রম আর আন্তরিকতা দিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবুজ-মেরুনকে বেছে নিয়েছি কারণ, কোচ আর সতীর্থদের নিয়ে লক্ষ্যে পৌঁছতে চাই। এই সুযোগটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। ক্লাবকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি সদস্য-সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।“

গতকাল সন্ধ্যায় মুম্বইয়ের তরফ থেকে জানানো হয়, নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে নামতে চলেছেন আপুইয়া। আসন্ন মরশুমের জন্য অনেক শুভেচ্ছা। সোমবার সকালেই শহরে চলে আসেন আপুইয়া। যেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দেন আপুইয়া। তখনই মনে করা হচ্ছিল মোহনবাগানের সঙ্গে কথা বলতেই শহরে মুম্বইয়ের তারকা ফুটবলার। তবে তখন কিছু পরিষ্কার না হলেও, সোমবার রাতে তাতে পড়ে শিলমোহড়। আইএসএলের ফাইনালে মুম্বই মাঝমাঠে দাপটের সঙ্গে খেলেন আপুইয়া। তাঁর ধারে দাঁড়াতে পারেননি বাগান ফুটবলারও। এবার সেই মিজো ফুটবলার বাগানে। আপুইয়া আসাতে বাগানের যে শক্তি বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- বাংলাদেশকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান, ছিটকে গেল অস্ট্রেলিয়া


spot_img

Related articles

বীরভূমে ১১-তে ১১ টার্গেট: রামপুরহাটে দাঁড়িয়ে বিজেপি নেতাদের কীর্তি ফাঁস অভিষেকের

তৃণমূলের গড় বলে পরিচিত বীরভূমে দাঁড়িয়ে নতুন টার্গেট বেঁধে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরোনো পরিসংখ্যান...

কপ্টার-উড়ানে বাধা! বাংলাবিরোধী জমিদারদের চক্রান্তকে পরাস্ত করে বীরভূমে গর্জে উঠলেন অভিষেক

এখনও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। আর এখনই বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। কপ্টার সমস্যায় নির্ধারিত...

সন্দেশখালিতে পুলিশের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার মুসা

জমি দখলের অভিযোগের তদন্ত করতে গিয়ে গত শুক্রবার (২ জানুয়ারি) সন্দেশখালিতে আক্রান্ত হয় ন্যাজাট থানার পুলিশ (Nazat Police...

রাজনৈতিক ষড়যন্ত্রে আটকাল অভিষেকের কপ্টার! হেমন্ত সোরেনের চপারে বীরভূম রওনা

রাজনৈতিক ষড়যন্ত্র! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টার উড়তে বাধা...