Saturday, August 23, 2025

রাতভর ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ! ১০ নম্বর জাতীয় সড়কে ধস, আশঙ্কায় স্থানীয়রা 

Date:

মাঝে হাতেগোনা কয়েকদিনের বিরতি! ফের মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টির (Rain) জেরে ধস ১০ নম্বর জাতীয় সড়কে (National Highway)। সূত্রের খবর, বুধবার সকালে টানা বৃষ্টির জেরে কালিম্পঙের (Kalimpong) লিখুভিরের কাছে ধস নামে। যার জেরে শিলিগুড়ি-গ্যাংটক যাতায়াত বেশ কয়েকঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় বলে খবর। এদিন পাহাড় বেয়ে বিশাল পাথরের চাঁই জাতীয় সড়কের উপর পড়ে। এর জেরেই রাস্তা বন্ধ হয়ে রয়েছে। যার জেরে জাতীয় সড়কের দুই ধারেই গাড়ির লম্বা লাইন চোখে পড়েছে।
অন্যদিকে, কালিঝোরায় রাস্তার উপর বড় গাছ পড়ে বিঘ্নিত হয়েছে যান চলাচল। তিস্তাবাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার যে সড়ক তা-ও সাময়িক ভাবে বন্ধ ছিল বলে খবর। তবে বর্তমানে আবার যান চলাচল শুরু হয়েছে। তবে পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে শিলিগুড়িতে মহানন্দা নদীর জলস্তরও বাড়ছে যা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে একাধিবার ধস নামে ১০ নম্বর জাতীয় সড়কে। লাগাতার বর্ষণের কারণেই ধস নেমে যান চলাচল ব্যাহত হয়। গত সপ্তাহে মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু পর্যটক আটকে ছিলেন লাচুং-সহ সহ সিকিমের বিভিন্ন জায়গায়। প্রাকৃতিক দুর্যোগ চলার কারণে তাঁদেরকে আকাশপথে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। কয়েকদিন পর তাঁদের সড়ক পথে হেঁটে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এদিকে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হবে। মঙ্গলবার রাত থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে নতুন করে ধস নামতে শুরু করেছে পাহাড়ে। তবে বেশ কয়েকটি রাস্তায় ধস নেমে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

Related articles

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের...
Exit mobile version