Monday, November 10, 2025

রাতভর ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ! ১০ নম্বর জাতীয় সড়কে ধস, আশঙ্কায় স্থানীয়রা 

Date:

মাঝে হাতেগোনা কয়েকদিনের বিরতি! ফের মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টির (Rain) জেরে ধস ১০ নম্বর জাতীয় সড়কে (National Highway)। সূত্রের খবর, বুধবার সকালে টানা বৃষ্টির জেরে কালিম্পঙের (Kalimpong) লিখুভিরের কাছে ধস নামে। যার জেরে শিলিগুড়ি-গ্যাংটক যাতায়াত বেশ কয়েকঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় বলে খবর। এদিন পাহাড় বেয়ে বিশাল পাথরের চাঁই জাতীয় সড়কের উপর পড়ে। এর জেরেই রাস্তা বন্ধ হয়ে রয়েছে। যার জেরে জাতীয় সড়কের দুই ধারেই গাড়ির লম্বা লাইন চোখে পড়েছে।
অন্যদিকে, কালিঝোরায় রাস্তার উপর বড় গাছ পড়ে বিঘ্নিত হয়েছে যান চলাচল। তিস্তাবাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার যে সড়ক তা-ও সাময়িক ভাবে বন্ধ ছিল বলে খবর। তবে বর্তমানে আবার যান চলাচল শুরু হয়েছে। তবে পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে শিলিগুড়িতে মহানন্দা নদীর জলস্তরও বাড়ছে যা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে একাধিবার ধস নামে ১০ নম্বর জাতীয় সড়কে। লাগাতার বর্ষণের কারণেই ধস নেমে যান চলাচল ব্যাহত হয়। গত সপ্তাহে মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু পর্যটক আটকে ছিলেন লাচুং-সহ সহ সিকিমের বিভিন্ন জায়গায়। প্রাকৃতিক দুর্যোগ চলার কারণে তাঁদেরকে আকাশপথে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। কয়েকদিন পর তাঁদের সড়ক পথে হেঁটে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এদিকে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হবে। মঙ্গলবার রাত থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে নতুন করে ধস নামতে শুরু করেছে পাহাড়ে। তবে বেশ কয়েকটি রাস্তায় ধস নেমে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...
Exit mobile version