Tuesday, November 11, 2025

লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল জয় তৃণমূলের। এই সাফল্যকে রাজ্যের মানুষকে উৎসর্গ করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৮ তারিখ কালীঘাটের দলীয় কার্যালয়ে বৈঠকের পরেই তিনি জানিয়েছেন, এই জয়ের উদ্‌যাপন হবে ২১ জুলাই। সেই মতো শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বৃহস্পতিবার, প্রকাশ্য এলো ২১ জুলাই-এর পোস্টার। তৃণমূল কংগ্রেসের তরফে এই পোস্টার (Poster) প্রকাশ করা হয়েছে।ইতিমধ্যেই এই একুশে জুলাইকে সামনে রেখেই শাসকদলের প্রস্তুতি তুঙ্গে। এদিন আনুষ্ঠানিকভাবে একুশে জুলাই-এর প্রচারের জন্য পোস্টার প্রকাশ্যে আনা হল। একুশে জুলাইয়ে সেই ঘটনার একটি দৃশ্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে তৃণমূল সভানেত্রীর সামনে রেখে এই পোস্টারটি শাসকদলের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।

প্রতিবছরের মতো, এবারও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনেই তৃণমূলের শহিদ তর্পণ অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ওই দিন লোকসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য রাজ্যের মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাবেন তৃণমূল সভানেত্রী।

১৯৯৩ সালের ২১ জুলাই ভোটার আইডি কার্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে মিছিল করেছিল যুব কংগ্রেস৷ ভিক্টোরিয়া হাউজের সামনে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়৷ এর পর থেকে প্রতিবছর ২১ জুলাই ভিক্টোরিয়া হাউজের সামনে শহিদ দিবস পালন করেন মমতা৷ প্রথমে কংগ্রেসের ব্যানারেই এই অনুষ্ঠান হত৷ পরে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে এই দিনটিতে শহিদস্মরণ করে তারা৷

লোকসভা নির্বাচনে তৃণমূলের এই সাফল্য বাংলার মানুষকেই উৎসর্গ করেছেন মমতা। তিনি জানিয়েছিলেন, এই জয়ের উদ্‌যাপন হবে ২১ জুলাই। ওই দিন তৃণমূল শহিদ দিবস পালন করে থাকে। লোকসভার সাফল্য উপলক্ষে সে দিনই বিজয়োৎসব পালন করবে তৃণমূল। মমতা বলেন, ”২১ জুলাই আমাদের শহিদ তর্পণের দিন। এই জয় আমরা সে দিনই উদ্‌যাপন করব। ওটা আমাদের জনগণকে ধন্যবাদ জানানোর দিন।”





Related articles

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...
Exit mobile version