Friday, August 22, 2025

লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল জয় তৃণমূলের। এই সাফল্যকে রাজ্যের মানুষকে উৎসর্গ করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৮ তারিখ কালীঘাটের দলীয় কার্যালয়ে বৈঠকের পরেই তিনি জানিয়েছেন, এই জয়ের উদ্‌যাপন হবে ২১ জুলাই। সেই মতো শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বৃহস্পতিবার, প্রকাশ্য এলো ২১ জুলাই-এর পোস্টার। তৃণমূল কংগ্রেসের তরফে এই পোস্টার (Poster) প্রকাশ করা হয়েছে।ইতিমধ্যেই এই একুশে জুলাইকে সামনে রেখেই শাসকদলের প্রস্তুতি তুঙ্গে। এদিন আনুষ্ঠানিকভাবে একুশে জুলাই-এর প্রচারের জন্য পোস্টার প্রকাশ্যে আনা হল। একুশে জুলাইয়ে সেই ঘটনার একটি দৃশ্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে তৃণমূল সভানেত্রীর সামনে রেখে এই পোস্টারটি শাসকদলের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।

প্রতিবছরের মতো, এবারও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনেই তৃণমূলের শহিদ তর্পণ অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ওই দিন লোকসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য রাজ্যের মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাবেন তৃণমূল সভানেত্রী।

১৯৯৩ সালের ২১ জুলাই ভোটার আইডি কার্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে মিছিল করেছিল যুব কংগ্রেস৷ ভিক্টোরিয়া হাউজের সামনে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়৷ এর পর থেকে প্রতিবছর ২১ জুলাই ভিক্টোরিয়া হাউজের সামনে শহিদ দিবস পালন করেন মমতা৷ প্রথমে কংগ্রেসের ব্যানারেই এই অনুষ্ঠান হত৷ পরে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে এই দিনটিতে শহিদস্মরণ করে তারা৷

লোকসভা নির্বাচনে তৃণমূলের এই সাফল্য বাংলার মানুষকেই উৎসর্গ করেছেন মমতা। তিনি জানিয়েছিলেন, এই জয়ের উদ্‌যাপন হবে ২১ জুলাই। ওই দিন তৃণমূল শহিদ দিবস পালন করে থাকে। লোকসভার সাফল্য উপলক্ষে সে দিনই বিজয়োৎসব পালন করবে তৃণমূল। মমতা বলেন, ”২১ জুলাই আমাদের শহিদ তর্পণের দিন। এই জয় আমরা সে দিনই উদ্‌যাপন করব। ওটা আমাদের জনগণকে ধন্যবাদ জানানোর দিন।”





Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version