Friday, November 7, 2025

আসানসোলের ছায়া বজবজে! দিনেদুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

Date:

আসানসোলের (Asansol) ছায়া এবার বজবজে (Budge Budge)। ফের দিনেদুপুরে গয়নার দোকানে (Jewellery Shop) ডাকাতির (Dacoity) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, শুক্রবার দুপুরে ক্রেতা সেজে বজবজ থানার অন্তর্গত বুইতার মিঠাপুকুর এলাকায় ওই গয়নার দোকানে আসে ডাকাতদল। এরপর আচমকাই দোকানে ঢুকে কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি গয়না নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদলের ৩ সদস্য।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর পৌনে একটা নাগাদ দুটি বাইকে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসে। গয়না দেখার অছিলায় সটান দোকানে ঢুকে যায় তারা। এরপর দোকান মালিকের কাছে একাধিক সোনার গয়না দেখতে চায় ডাকাত দলটি। এরপর আচমকাই দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি গয়না নিয়ে চম্পট দেয় তারা। তবে এখনও পর্যন্ত কারা এমন ঘটনা ঘটাল তা জানতে পারেনি পুলিশ কারণ ওই ডাকাত দলের তিনজনেরই মুখ কালো কাপড়ে বাঁধা ছিল এবং তাদের মাথায় ছিল হেলমেট। এরপর দুষ্কৃতীরা নিজেরাই গয়না এবং নগদ টাকা ব্যাগে ঢুকিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে, সেই সময় ঘটনাস্থলে লোকজন অনেক কম ছিল। তাই দোকান মালিক চিৎকার করলেও কোনওরকম সাহায্য পাননি তিনি। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

ইতিমধ্যে দোকানের মালিক অরুণ জানা বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই প্রথম নয়, দোকান মালিক জানিয়েছেন, এর আগেও ওই একই জায়গায় রাতে একটি সোনার দোকানে চুরি হয়েছিল। কিন্তু, দিনেদুপুরে এমন ঘটনা এই প্রথম। উল্লেখ্য, কয়েকদিন আগেই রানিগঞ্জে নেতাজি সুভাষ বোস রোডের উপর একটি গয়নার শোরুমে একটি শো রুমে হানা দিয়েছিল ডাকাতদের দল। গার্ডের বন্দুক ছিনিয়ে চলে দেদারে লুটপাট। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও লাভের লাভ কিছুই হয়নি। বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চললেও পরে সাত ডাকাত ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বজবজে একটি শো রুমে ঘটে ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

 

Related articles

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...
Exit mobile version