Wednesday, November 5, 2025

স্বচ্ছ ভারত মিশনের টাকা পেল রাজ্য, ব্রাত্য শিক্ষা থেকে আবাস

Date:

কেন্দ্রের একাধিক প্রকল্পে প্রাপ্য টাকা চেয়েও পায়নি রাজ্য। তালিকায় নতুন নতুন প্রকল্পের নাম শুধু যুক্ত হয়েছে। তবে এবার কেন্দ্রের ইচ্ছায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের টাকা পেল রাজ্য।

দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় পশ্চিমবঙ্গের জন্য ৮৬০.৩৫ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহুরে এলাকায় স্বচ্ছতা বজায় রাখার পরিকাঠামো মজবুত করার জন্য দ্বিতীয় দফার স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে দিনে মোট ৪,০৪৬ টনের মতো কঠিন বর্জ্য জমে থাকে। সেই বর্জ্যের ব্যবস্থাপনার জন্য দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় বিভিন্ন প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাজ্য। সেইসঙ্গে ৪,৫০০টি বর্জ্য সংগ্রাহের ইউনিট এবং ৪,৮০০-র বেশি কম্পোস্টিং প্ল্যান্ট বসানোরও প্রস্তাব দেওয়া হয়েছিল।

ওই বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারে র তরফে যে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেগুলির কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়তি অর্থ মঞ্জুর করা হয়েছে। দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় ২০২৬ সালের মধ্যে রাজ্যের সমস্ত শহরে বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version