Sunday, November 9, 2025

শুক্রবারই হাইকোর্ট জামিনের আবেদন মঞ্জুর করেছিল। এদিনই বিকালে জেলের বাইরে এলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁকে বাড়ি নিয়ে যেতে জেলে উপস্থিত হয়েছিলেন তাঁর স্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক কল্পনা সোরেন। অন্যদিকে সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জেল থেকে বেরোনোর খবর ছড়িয়ে পড়তেই রাঁচি শহরে শুরু হয় মিষ্টি বিলি। জেল থেকে বেরিয়েই লড়াইয়ের বার্তা দিলেন হেমন্ত সোরেন।

ঝাড়খণ্ড হাইকোর্টের রায় প্রকাশিত হওয়ার পর রাঁচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় শুরু হয় মিষ্টি বিলি। দলীয় স্লোগান দিয়ে আবির খেলাও শুরু হয়। দুপুরেই স্ত্রী কল্পনা সোরেন রাঁচির বিরসা মুণ্ডা জেলের উদ্দেশে। তিনি জানান, “প্রথমেই হাইকোর্টকে ধন্যবাদ জানাই। অনেক মাস পরে অবশেষে সেই দিনটি এসেছে, সকলকে ধন্যবাদ জানাই।”

এরপরই বিকালে বিরসা মুণ্ডা জেলের বাইরে আসেন হেমন্ত সোরেন। বাড়ি ফিরে তিনি দলের প্রতিষ্ঠাতা ও তাঁর বাবা শিবু সোরেনের আশীর্বাদ নেন। মিলিত হন পরিবারের সঙ্গে। তিনি বলেন, “আমাকে ৫ মাস জেলের ভিতরে রাখা হয়েছিল। বিগত পাঁচমাস ঝাড়খণ্ডের জন্য খুবই দুশ্চিন্তার ছিল। আমরা দেখছিলাম কীভাবে বিচার প্রক্রিয়া শুধুমাত্র দিন বা মাস নয়, বছরের পর বছর সময় নেয়। আজ গোটা দেশের কাছে এই বার্তা দেওয়া সম্ভব হচ্ছে যে কীভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা যে লড়াই শুরু করেছিলাম এবং যে শপথ নিয়েছিলাম, তা পূর্ণ করার জন্য কাজ শুরু করব।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version