Thursday, August 21, 2025

NEET বিরোধিতায় উত্তাল সংসদের দুই কক্ষ, বিরোধী দলনেতার মাইক বন্ধ করলেন স্পিকার

Date:

শুক্রবার থেকেই NEET কেলেঙ্কারি নিয়ে সংসদের দুই কক্ষে আলোচনার দাবি জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন বিরোধী জোটের সদস্যরা। সেই মতো লোকসভায় আলোচনার দাবি জানাতেই নজিরবিহীন ভাবে বিরোধী দলনেতার মাইক্রোফোন বন্ধ করে দিলেন লোকসভার স্পিকার। কেন্দ্রের দুর্নীতি ফাঁসের ভয় লোকসভা মুলতুবি ঘোষণা করে দেন স্পিকার। যদিও রাজ্যসভায় এদিন ওয়েলে নেমে আলোচনার দাবি জানাতে থাকেন তৃণমূল সহ বিরোধী জোটের সাংসদরা।

২০১৭ সাল থেকে NEET পরীক্ষা ব্যবস্থা শুরু হওয়ার আগে রাজ্যগুলির তত্ত্বাবধানে স্বচ্ছন্দে ও নির্বিঘ্নে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হত। অথচ বর্তমান ব্যবস্থায় ব্যাপক অনিয়মের ছবি স্পষ্ট। প্রশ্নপত্র ফাঁস, ঘুষ নেওয়া থেকে বাড়তি নম্বর দেওয়া সংক্রান্ত একাধিক বেনিয়মের অভিযোগে জর্জরিত NEET UGC 2024। বিষয়গুলি নিয়ে তদন্ত হলেও তাতে দেশের চিকিৎসা ব্যবস্থায় যে ক্ষতি হচ্ছে তা অপূরণীয়। এই সব কারণ তুলে ধরে NEET পরীক্ষা তুলে দিয়ে ফের রাজ্যগুলির হাতে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবারই তিনি প্রধানমন্ত্রীর কাছে চিঠিতে সেই দাবি জানিয়েছিলেন।

দলনেত্রীর সেই দাবিকে সামনে রেখেই লোকসভা ও রাজ্যসভায় শুক্রবার NEET নিয়ে আলোচনা ও এই পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবি জানান। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন অধিবেশনের শুরুতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এই আলোচনার দাবি জানালে আদৌ সংসদের অধিবেশন চলতে দেবেন কিনা। বিরোধী দলের সাংসদরা ওয়েলে নেমে চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে আলোচনার দাবি জানান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আলোচনার দাবি জানালে তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেন চেয়ারম্যান।

কার্যত ডেরেকের আশঙ্কা আংশিক সত্যি প্রমাণিত করে মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। তার আগে বিরোধী দলনেতা রাহুল গান্ধী দেশের ছাত্র ছাত্রীদের স্বার্থে লোকসভায় আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। যৌথভাবে সরকার ও বিরোধীদের পক্ষ থেকে তাঁদের জন্য একটি বার্তা দেওয়ার বলেন তিনি। যদিও তাঁর মাইক বন্ধ করে দেন স্পিকার। পরে সংসদের অধিবেশনই মুলতুবি করে দেওয়া হয় ১ জুলাই পর্যন্ত।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version