Sunday, November 9, 2025

শুভেন্দুর দেহরক্ষী মৃত্যু মামলায় নয়া মোড়! কেস ডায়েরি তলব কলকাতা হাই কোর্টের

Date:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (Subhabrata Chakraborty) মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট (Report) তলব কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্যকে ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) মৃতের স্ত্রীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ জুলাই। হাই কোর্টের নির্দেশ ওই দিনই আদালতে কেস ডায়েরি (Case Diary) জমা দিতে হবে রাজ্যকে।

শুভব্রতর স্ত্রী সুপর্ণার আইনজীবী অয়ন পোদ্দার এদিন হাই কোর্টে জানান, শুভব্রতর মৃত্যুতে যথেষ্ট রহস্য রয়েছে। তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করছেন তাঁর স্ত্রী। একজন ব্যক্তি তাঁর স্ত্রীকে বাড়ি ফেরার কথা জানালেন। তারপর সে কীভাবে আত্মহত্যা করতে পারেন? এই প্রশ্নও তোলেন আইনজীবী। আইনজীবীর আদালতকে জানান, ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন। কারণ তাঁর স্ত্রী মৃত্যুর সঠিক কারণ জানতে চান।

হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি চলছে। এদিন হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ শুক্রবারের মধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। ঘটনার পর দিনই তাঁর মৃত্যু হয়।

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version