Saturday, July 5, 2025

ফাইনাল ম্যাচে নিজেকে প্রমাণে মরিয়া! দক্ষিণ আফ্রিকাকে বধ করতে হার্দিকেই ভরসা ভারতের

Date:

ওয়ান ডে বিশ্বকাপের (One Day World Cup) মাঝেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। তারপর থেকেই একের পর এক বাউন্সার সামলে ফের বাইশ গজে ফিরেছেন তিনি। এরপর দাঁতে দাঁত চেপে আইপিএল-র মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ধীরে ধীরে কামব্যাক। তবে সেই পিচ যে খুব একটা মসৃণ ছিল তা কিন্তু নয়, আইপিএলের মঞ্চেও ক্যাপ্টেন্সি, নিজের ধারাবাহিক পারফরম্যান্স, সমালোচনার জাঁতাকলে আটকে ছিলেন। তবে এরপরই দেশের জার্সি গায়ে টি ২০ বিশ্বকাপের মঞ্চে রীতিমতো জাত চিনিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শনিবার আরও এক বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তার আগে নিজের সেরাটা উজার করে দিতে মরিয়া হার্দিক।

হাতেগোনা আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা। শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তার আগে এদিনের ম্যাচকে পাখির চোখ করে রীতিমতো প্র্যাকটিস শুরু করেছেন ভারতের এই অলরাউন্ডার। চলতি বিশ্বকাপে ব্যাট বা বল হাতে নিজের সেরাটা উজার করে দিয়েছন হার্দিক। দলের সেরা অলরাউন্ডার হিসাবে নিজেকে প্রমাণও করেছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এদিনের ম্যাচে ভারতকে জিততে হলে হার্দিকের ভূমিকা অত্যন্ত জরুরি। দক্ষিণ আফ্রিকাকে বধ করে ফাইনাল ট্রফি ঘরে তুলতে গেলে ভারতীয় এই অলরাউন্ডারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বড় ম্যাচের আগে বেশ খোশমেজাজেই দেখা যাচ্ছে পান্ডিয়াকে। অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। উল্টোদিকে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত। কিন্তু দু-দলের পার্থক্য গড়ে দিতে পারেন হার্দিক।

 

উল্লেখ্য, বল বিকৃতি কাণ্ডের পর স্টিভ স্মিথ-ওয়ার্নাররা জাতীয় দলে ফিরতেই প্রতিপক্ষ গ্যালারি থেকে আওয়াজ উঠত ‘প্রতারক’ বলে। প্রতি ম্যাচেই একই ঘটনার পুনরাবৃত্তি হত। ২০১৯ বিশ্বকাপে এমন পরিস্থিতিতেই খেলেতে হয়েছে স্মিথদের। এবার হার্দিকের সঙ্গে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। না, হার্দিকের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ না থাকা সত্ত্বেও আইপিএলে লাগাতার নিন্দার মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার সব সরিয়ে নিজের কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ হার্দিকের। সেসিকেই কড়া নজর থাকবে বিশ্বের।

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version