Thursday, August 21, 2025

ইউরোয় প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির সামনে সুইজারল্যান্ড

Date:

আজ থেকে শুরু  ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ। শনিবার ইউরোয় প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালি খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নক আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে, গ্রুপে প্রথম ম্যাচ জিতেও স্পেনের কাছে হার এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়ে কোনও ক্রমে শেষ ষোলোর ছাড়পত্র পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আজুরিবাহিনী। নক আউটের শুরুতেই কঠিন লড়াইয়ের সামনে ইতালি।

আজুরি কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন, ‘‘ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আমাদের লড়াইটা খুব কঠিন ছিল। কিন্তু ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে পয়েন্ট ছিনিয়ে এনেছে। শেষ ষোলোয় সুইজারল্যান্ড খুব ভাল দল। ওরা প্রতিটি জায়গার জন্য লড়াই করে। দ্রুত গতিতে আক্রমণে উঠে রক্ষণ ভাঙার চেষ্টা করে। আমাদের সাবধান থাকতে হবে। আমাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে। কিন্তু ভুলের সংখ্যা কমাতে হবে। আমাদের অনেক ফুটবলারের এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। তবে ওরা চেষ্টা করছে।’’

সুইজারল্যান্ডের নতুন মুখ ২৪ বছরের তরুণ উইঙ্গার ডান এনডোই জার্মানির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে গোল করে নজর কেড়েছেন। সুইস কোচ মারাট ইয়াকিন ইতালি ম্যাচেও ভরসা রাখছেন এনডোইয়ের উপর। ইয়াকিন বলেছেন, ‘‘ইতালির অনেক ভাল ফুটবলার আছে। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে বিপক্ষের শক্তি, দুর্বলতাকে আমরা কাজে লাগাব। তাছাড়া ওরাও আমাদের নিয়ে নিশ্চয় চিন্তায় থাকবে। আমরাও ভাল ফর্মে আছি। নক আউট ম্যাচ। টাইব্রেকারের জন্যও আমরা তৈরি।’’

আরও পড়ুন- বিশ্বকাপে রান না পাওয়া কোহলির পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাটকে নিয়ে কী বললেন মহারাজ?



Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version