Saturday, November 8, 2025

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারালো ৭ রানে

Date:

এভাবেও ফিরে আসা যায়। এই কথাটা যেন খাটে ভারতের জন্য। অবশেষে ১৩ বছরের খরা কাটাল টিম ইন্ডিয়া। এদিন দক্ষিণ আফ্রিকাকে হারালো ৭ রানে। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল। সৌজন্যে বিরাট কোহলির ৭৬ রান। দুরন্ত ক্যাচ নেন সূর্যকুমার। মিলারের ক্যাচ নেন তিনি। বল হাতে দাপট হার্দিক পান্ডিয়ার।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট দেখান বিরাট কোহলি। এদিন ৭৬ রান করেন তিনি। এদিন শুরুটা ভালোই করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন কেশব মহারাজ। রোহিত শর্মাকে আউট করেন তিনি। ৯ রানে আউট তিনি। রোহিতের পরই আউট হন উইকেটরক্ষক ঋষভ পন্থ। শূন্যরান করেন তিনি। যখন ভারতের রান সংখ্যা এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্য টিম ইন্ডিয়ার তখনই আউট হন সূর্যকুমার যাদব। ৩ রান করেন তিনি। তবে এরপর ব্যাটিং-এ বিরাটকে যোগ্য সঙ্গত দেন অক্ষর প্যাটেল। ভারতের রান সংক্যা এগিয়ে নিয়ে যান তিনি। ৪৭ রান করেন অক্ষর। ২৭ রান করেন শিবম দুবে। এরপর ৭৬ রানে আউট বিরাট। এদিন যেন রোহিত শর্মার কথাটাই লেগে গেল বিরাটের ক্ষেত্রে। যেন ফাইনালের জন্য নিজের রান জমিয়ে রাখছিলেন কিং কোহলি। বিরাট এদিন ইনিংস সাজান ৬ চার এবং ২টি ছক্কা দিয়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট কেশব মহারাজ এবং এনরিখ নরকিয়ার। একটি করে উইকেট জনসেন এবং কাসিগো রাবাডার।

জবাবে ব্যাট করতে নেমে ১৬৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দাপট দেখান ক্লাসেন। ৫২ রান করেন তিনি। ২১ রান করেন মিলার। কুইন্টন ডি’কক করেন ৩৯ রান । ৩১ রান করেন স্টাবস। ৪ রানে আউট হন হেনড্রিকস। ৪ রানে আউট হন মার্কাম। ভারতের হয়ে তিন উইকেট হার্দিক পান্ডিয়ার। দুটি করে উইকেট অর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরাহর। একটি উইকেট অক্ষর প্যাটেলের।

আরও পড়ুন- বিশ্বকাপজয়ী কপিলদেবের সঙ্গে রোহিতের মিল খুঁজে পাচ্ছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত!


Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version