Tuesday, November 4, 2025

পেরুকে ২-০ গোলে হারল মেসিহীন আর্জেন্তিনা, জোড়া গোল লাউতারো মার্টিনেজের

Date:

কোপা আমেরিকার গ্রুপ পর্বের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্তিনা। এদিন সকালে পেরুকে ২-০ গোলে হারল লিওনেল মেসিহীন আর্জেন্তিনা। নীল-সাদা দলের জোড়া গোল লাউতারো মার্টিনেজের। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছিল আর্জেন্তিনা। এই জয়ের ফলে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ জিতে অপরাজিত থাকল তারা।

চোটের জন্য পেরুর বিরুদ্ধে খেলেননি মেসি। পেরুর বিরুদ্ধে আর্জেন্তিনার ম্যাচটা ছিল অনেকটা নিয়মরক্ষার। সে কারণেই গত ম্যাচের একাদশ থেকে ৯ জনকে পরিবর্তন করা হয়েছিল। নিষেধাজ্ঞা পাওয়ার কারণে ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্কালোনিও। তবে এই ম্যাচেও প্রথম থেকে দাপট দেখায় নীল-সাদার দল। পেরুর গোলরক্ষক গ্যালিসকে প্রথমার্ধের নায়ক বলা যেতেই পারে। অন্তত তিনি চার বার দলের নিশ্চিত পতন আটকেছেন । শুরু থেকেই আগ্রাসী ফুটবল শুরু আর্জেন্তিনা । তবে প্রথমার্ধে কোন গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে দাপট বজায় রাখে আর্জেন্তিনা। যার ফলে ম্যাচের ৪৭ মিনিটে ১-০ এগিয়ে যায় নীল-সাদার দল। ডি’মারিয়ার পাস থেকে বল পেয়ে ১-০ করেন লাউতারো মার্টিনেজ। এই নিয়ে চলতি কোপা আমেরিকায় তাদের গ্রুপ ম্যাচের প্রত্যেকটিতেই গোলের দেখা পেলেন বিশ্বজয়ী তারকা। এরপর ম্যাচে ৮৬ মিনিটে ফের এগিয়ে যায় আর্জেন্তিনা। এবারও আর্জেন্তিনাকে এগিয়েদেন মার্টিনেজ। এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।

আরও পড়ুন- টি-টোয়েন্টি ছাড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version