Tuesday, August 12, 2025

বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক! বিধানসভা ভোটের আগেই ‘মাস্টারস্ট্রোক’ পাওয়ারের

Date:

চলতি বছরের অক্টোবর (October) মাসেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। আর সেই নির্বাচনকে সামনে রেখেই এবার মহারাষ্ট্র (Maharashtra) দখলের লক্ষ্যে এক ছাতার তলায় মহা বিকাশ আঘাড়ি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সাফল্যের পর এবার নজরে বিধানসভা। আর সেই বিধানসভা নির্বাচনকেই ‘মহাভারতের’ সঙ্গে তুলনা করে বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar)। পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাওয়ার জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে হাতে হাত মিলিয়ে লড়াই করবে এনসিপি, কংগ্রেস ও উদ্ধবের শিব সেনা। লোকসভা নির্বাচনে এই জুটির প্রত্যাশিত সাফল্যে ভর করেই বিধানসভা নির্বাচনের আগে একনাথ শিন্ডে শিবিরকে চ্যালেঞ্জ মহা বিকাশ আঘাড়ির।

এদিন শরদ পাওয়ার সাফ জানান, মারাঠাভূমে একজোট হয়েই লড়বে বিরোধী শিবির। রাজ্যে পরিবর্তন প্রয়োজন। আর সেই পরিবর্তন সফল করতে জোটবদ্ধ হওয়াটা আমাদের নৈতিক কর্তব্য। এরপরই এনসিপি প্রধান আসন্ন বিধানসভা নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করে বলেন, “যেভাবে মহাভারতে মাছের চোখকে নিশানা করেছিলেন অর্জুন, ঠিক সেভাবেই আমাদের নজরে এখন শুধুই বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে কংগ্রেস, এনসিপি ও শিব সেনা (উদ্ধব) একজোট হয়ে লড়াই করবে।

তবে এদিন আসন ভাগাভাগি নিয়ে কোনও আশার আলো শোনাননি পাওয়ার। তিনি সাফ জানান, আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত বিরোধী শিবিরে কোনওরকম আলোচনাই হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে তাঁরা বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন মহারাষ্ট্রের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৯ সালে শিব সেনা বিজেপির হাত ধরলেও পরে মনোমালিন্যের জেরে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন উদ্ধব ঠাকরে। যদিও ২০২২ সালে মহা বিকাশ আঘাড়ির সরকার মুখ থুবড়ে পড়ে। এরপর বিগত দু’বছরে মহারাষ্ট্রের রাজনীতিতে বহু পট পরিবর্তন হয়েছে। এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের এক ছাতার তলায় কংগ্রেস, এনসিপি ও শিবসেনা (উদ্ধব)।

Related articles

বুমরাকে রেখেই ঘোষণা হতে চলেছে এশিয়া কাপের স্কোয়াড

জল্পনার অবসান। এশিয়া কাপে জসপ্রীত বুমরকে (Jasprit Bumrah) রেখেই দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। সূত্রের খবর অনুযায়ী...

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের আঘাত: রফতানির ধসে পড়ার ছবি প্রকাশ তৃণমূলের

ভারতীয় সামগ্রীর উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রভাবে ভারতের গোটা রফতানি শিল্পই ভেঙে পড়ার মুখে। বিশ্বের বড়...

হীরের আংটি দিয়ে জর্জিয়ানাকে বিয়ের প্রস্তাব রোনাল্ডোর

দীর্ঘ ৮ বছরের সম্পর্ক, অবশেষে বিয়ের বাঁধনে বাধা পড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জর্জিয়ানা রডরিগেজকে (Georgia Rodriguez) বিয়ের...

চার মাস আগেই নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী! আল জাজিরার সাংবাদিকের শেষবার্তায় অবাক বিশ্ব

মাস চারেক আগেই নিজের মৃত্যুর কথা বলে গেছিলেন ২৮ বছরের সাংবাদিক (Anas Al Sharif)। রেখে গেছিলেন বিদায় বার্তা।...
Exit mobile version