Tuesday, November 4, 2025

বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক! বিধানসভা ভোটের আগেই ‘মাস্টারস্ট্রোক’ পাওয়ারের

Date:

চলতি বছরের অক্টোবর (October) মাসেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। আর সেই নির্বাচনকে সামনে রেখেই এবার মহারাষ্ট্র (Maharashtra) দখলের লক্ষ্যে এক ছাতার তলায় মহা বিকাশ আঘাড়ি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সাফল্যের পর এবার নজরে বিধানসভা। আর সেই বিধানসভা নির্বাচনকেই ‘মহাভারতের’ সঙ্গে তুলনা করে বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar)। পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাওয়ার জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে হাতে হাত মিলিয়ে লড়াই করবে এনসিপি, কংগ্রেস ও উদ্ধবের শিব সেনা। লোকসভা নির্বাচনে এই জুটির প্রত্যাশিত সাফল্যে ভর করেই বিধানসভা নির্বাচনের আগে একনাথ শিন্ডে শিবিরকে চ্যালেঞ্জ মহা বিকাশ আঘাড়ির।

এদিন শরদ পাওয়ার সাফ জানান, মারাঠাভূমে একজোট হয়েই লড়বে বিরোধী শিবির। রাজ্যে পরিবর্তন প্রয়োজন। আর সেই পরিবর্তন সফল করতে জোটবদ্ধ হওয়াটা আমাদের নৈতিক কর্তব্য। এরপরই এনসিপি প্রধান আসন্ন বিধানসভা নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করে বলেন, “যেভাবে মহাভারতে মাছের চোখকে নিশানা করেছিলেন অর্জুন, ঠিক সেভাবেই আমাদের নজরে এখন শুধুই বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে কংগ্রেস, এনসিপি ও শিব সেনা (উদ্ধব) একজোট হয়ে লড়াই করবে।

তবে এদিন আসন ভাগাভাগি নিয়ে কোনও আশার আলো শোনাননি পাওয়ার। তিনি সাফ জানান, আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত বিরোধী শিবিরে কোনওরকম আলোচনাই হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে তাঁরা বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন মহারাষ্ট্রের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৯ সালে শিব সেনা বিজেপির হাত ধরলেও পরে মনোমালিন্যের জেরে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন উদ্ধব ঠাকরে। যদিও ২০২২ সালে মহা বিকাশ আঘাড়ির সরকার মুখ থুবড়ে পড়ে। এরপর বিগত দু’বছরে মহারাষ্ট্রের রাজনীতিতে বহু পট পরিবর্তন হয়েছে। এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের এক ছাতার তলায় কংগ্রেস, এনসিপি ও শিবসেনা (উদ্ধব)।

Related articles

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...

হিরে-সোনা সঙ্গেই বাড়ছে বিজ্ঞাপনের পারিশ্রমিক, জানুন স্মৃতিদের প্রাপ্তি তালিকা

বিশ্বকাপ(ICC World cup) জয়ের পরই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বাড়ছে ব্র্যান্ড ভ্যালু। বিশ্বকাপ জয়ের পরই রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন...

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...
Exit mobile version