Saturday, May 3, 2025

বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক! বিধানসভা ভোটের আগেই ‘মাস্টারস্ট্রোক’ পাওয়ারের

Date:

চলতি বছরের অক্টোবর (October) মাসেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। আর সেই নির্বাচনকে সামনে রেখেই এবার মহারাষ্ট্র (Maharashtra) দখলের লক্ষ্যে এক ছাতার তলায় মহা বিকাশ আঘাড়ি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সাফল্যের পর এবার নজরে বিধানসভা। আর সেই বিধানসভা নির্বাচনকেই ‘মহাভারতের’ সঙ্গে তুলনা করে বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar)। পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাওয়ার জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে হাতে হাত মিলিয়ে লড়াই করবে এনসিপি, কংগ্রেস ও উদ্ধবের শিব সেনা। লোকসভা নির্বাচনে এই জুটির প্রত্যাশিত সাফল্যে ভর করেই বিধানসভা নির্বাচনের আগে একনাথ শিন্ডে শিবিরকে চ্যালেঞ্জ মহা বিকাশ আঘাড়ির।

এদিন শরদ পাওয়ার সাফ জানান, মারাঠাভূমে একজোট হয়েই লড়বে বিরোধী শিবির। রাজ্যে পরিবর্তন প্রয়োজন। আর সেই পরিবর্তন সফল করতে জোটবদ্ধ হওয়াটা আমাদের নৈতিক কর্তব্য। এরপরই এনসিপি প্রধান আসন্ন বিধানসভা নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করে বলেন, “যেভাবে মহাভারতে মাছের চোখকে নিশানা করেছিলেন অর্জুন, ঠিক সেভাবেই আমাদের নজরে এখন শুধুই বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে কংগ্রেস, এনসিপি ও শিব সেনা (উদ্ধব) একজোট হয়ে লড়াই করবে।

তবে এদিন আসন ভাগাভাগি নিয়ে কোনও আশার আলো শোনাননি পাওয়ার। তিনি সাফ জানান, আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত বিরোধী শিবিরে কোনওরকম আলোচনাই হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে তাঁরা বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন মহারাষ্ট্রের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৯ সালে শিব সেনা বিজেপির হাত ধরলেও পরে মনোমালিন্যের জেরে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন উদ্ধব ঠাকরে। যদিও ২০২২ সালে মহা বিকাশ আঘাড়ির সরকার মুখ থুবড়ে পড়ে। এরপর বিগত দু’বছরে মহারাষ্ট্রের রাজনীতিতে বহু পট পরিবর্তন হয়েছে। এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের এক ছাতার তলায় কংগ্রেস, এনসিপি ও শিবসেনা (উদ্ধব)।

Related articles

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...
Exit mobile version