Tuesday, November 11, 2025

বাড়ি তৈরি করা নিয়ে বিবাদের সূত্রপাত। আর সেই ঘটনাকে কেন্দ্র করে চরমে ফঠল বিবাদ। বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বাঁকড়া। রবিবার এখানে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর এবং ইটবৃষ্টিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষে রবিবার উত্তপ্ত হয়ে উঠে হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙা শেখপাড়া। ইটবৃষ্টি এবং বোমাবাজি চলার সময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। হাজির হয় কেন্দ্রীয় বাহিনীও। তবে এই সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেআইনি বাড়ি নির্মাণ করতে বাধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলা করে ওই এলাকার বাসিন্দা ফারুক এবং তাঁর দলবল। মফিজুলের বিরুদ্ধেও পাল্টা হামলা করার অভিযোগ ওঠে। দু’‌পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এখানে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেখ মফিজুল এবং শেখ ফারুকের মধ্যে বিবাদ বহুদিনের। এবার তা সংঘর্ষের চেহারা নেয়। ফারুকের বিরুদ্ধে অভিযোগ, এই এলাকায় বেআইনি নির্মাণ কাজ চালাচ্ছিল। তাতে বাধা দেন মফিজুল। তা নিয়েই দু’পক্ষের মধ্যে রবিবার সংঘর্ষ বাধে।
অন্যদিকে রবিবার মফিজুল তাঁর দলবল নিয়ে ফারুকের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ ফারুকের পরিবারের। একে অন্যের বিরুদ্ধে হামলা করার অভিযোগ তোলায় পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। জানা গিয়েছে, শেখ ফারুক আগে সিপিএম কর্মী ছিলেন। এখন তৃণমূল কংগ্রেসের সদস্য। বেআইনিভাবে বাড়ি নির্মাণ করা নিয়েই দু’‌পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি, ইটবৃষ্টি চলতে থাকে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া দুই গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ। দফায় দফায় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ইটবৃষ্টি এবং বোমাবাজি হয় বলেও অভিযোগ উঠেছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এলাকায় এখন টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী। ডোমজুড় থানার পুলিশ এখন এই ঘটনাতে পাঁচজনকে গ্রেফতার করেছে।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version