Tuesday, May 20, 2025

প্রাকৃতিক দুর্যোগে রাজধানীতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! আগামী ৪ দিন জারি সর্তকতা

Date:

Share post:

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি (Delhi Rain)। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এগারো জনের মৃত্যু সংবাদ মিলেছে। মৃতদের মধ্যে কয়েক জন শিশুও রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। রাজধানীর বহু এলাকা এখনও জলমগ্ন। এই অবস্থায় আগামী চার দিন ভারী বৃষ্টির কারণে সতর্কতা (Rain alert) জারি করল মৌসম ভবন (IMD)।

দিল্লি, উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের প্রায় সব রাজ্যই বৃষ্টিতে বিপর্যস্ত। কয়েক মাস ধরে চলা গরম আর তাপপ্রবাহের পর বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিতে থমকে গিয়েছে রাজধানীর জীবনযাত্রা। একাধিক রাস্তা দুই থেকে তিন ফুট পর্যন্ত জলের নীচে। আন্ডারপাসগুলির অবস্থাও শোচনীয়।জমা জলে ডুবে মৃত্যু চার শিশু-সহ ছ’জনের। এর মধ্যে আবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা।

আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্ষার মরসুমে দিল্লিতে ৬৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। কিন্তু শুধু শুক্রবারই গোটা মরসুমের এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গিয়েছে। রবি ও সোমে বৃষ্টির পাশাপাশি প্রায় ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এক দিনে ২২৮ মিলিমিটার বৃষ্টির জেরে প্লাবিত গোটা রাজধানী। খারাপ আবহাওয়ার জেরে কাংড়া, কুলু এবং সোলানে বহু রাস্তা বন্ধ। সফদরজঙে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। লোঢী রোডে বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার।উত্তরাখণ্ডের হরিদ্বারে ভারী বৃষ্টির জেরে বিপদসীমা ছুঁয়ে ফেলেছে গঙ্গা। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই।

 

spot_img

Related articles

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...

কেন্দ্রের মিথা প্রতিশ্রুতি! চা-শ্রমিকদের জন্য পরিষেবার ডালি মুখ্যমন্ত্রীর

ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় বিজেপি। তারপর সব ভাঁওতা। উত্তরবঙ্গের চা বাগান নিয়েও বিজেপির এক নেতা বলেছিলেন,...