Thursday, August 21, 2025

ভুবনজয়ী ভারত, আবেগে ভাসলেন অমিতাভ থেকে আয়ুষ্মান! সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস বলিউডের

Date:

শনিবার রাতে ইতিহাস তৈরি করে বিশ্বসেরা হয়েছে ভারতীয় ক্রিকেট দল। সাত রানে দক্ষিণ আফ্রিকাকে (India won by 7 runs) হারানোর পরই বার্বাডোজের মাঠ ভিজলো ভারতীয় ক্রিকেটারদের চোখের জলে, একই আবেগ ধরা পরল বলিউডেও। কেঁদে ফেললেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।’চ্যাম্পিয়ন’দের শুভেচ্ছা জানিয়ে নিজেদের মতো করে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana), কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডেরা। খুশির মেজাজ আলিয়া ভাট, কাজল, রবিনা ট্যান্ডনের মতো অভিনেত্রীদের চোখেমুখেও।

অমিতাভ কত বড় ক্রিকেট ভক্ত সে কথা সকলেরই জানা। তিনি খেলা দেখলে ভারত হেরে যায় বলে একটানা ম্যাচ দেখা ছেড়ে দিয়েছেন, যাতে অন্তত টিম ইন্ডিয়া জিততে পারে। গত বছর ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে টিম ইন্ডিয়ার পরাজয় দেখে ভেঙে পড়েছিলেন মেগাস্টার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup Final) যেভাবে দাপটে দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করলো টিম ইন্ডিয়া, তাতে স্বমেজাজে ধরা দিলেন অমিতাভ। এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘চোখের জল গড়িয়ে পড়ছে….টিম ইন্ডিয়ার এই আনন্দাশ্রুতে যেন সবাই এক হয়ে গিয়েছে। ইন্ডিয়া বিশ্বচ্যাম্পিয়ন। ভারতমাতার জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ’।

বলিউডের ‘ভিকি ডোনার’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে মহারাজের ভূমিকায় কাজ করছেন। ক্রিকেট তার বরাবরের প্রিয় খেলা। জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana) ক্যাপশনে লেখেন, ‘আনন্দের অশ্রু! এই সময় ১৪০ কোটি মানুষের এক ‘জায়েন্ট হাগ’-এর। আহা কী ম্যাচ! কী ভালো একটা গ্রুপ! লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিল এই ভারতীয় দল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! ক্রিকেটের সুপার পাওয়ার…’।

দীর্ঘ অপেক্ষার পর রোহিত-বিরাটদের এই জয়ে উচ্ছ্বসিত বরুণ ধাওয়ান (Varun Dhawan), অনিল কাপুর, অনুপম খের, রবিনা ট্যান্ডন, রণদীপ হুডারাও। আনন্দে ভাসছেন কাজল (Kajol), ইনস্টাগ্রামে একের পর এক ছবি শেয়ার করছেন অনন্যা। বলিউডের ‘চন্দু চ্যাম্পিয়ন’ কার্তিক আরিয়ান (Kartik Aryan) বলছেন এটা সত্যিই ঐতিহাসিক জয়।

পিছিয়ে নেই টলিউডও (Tollywood)। ভারত ভুবনজয়ী হতেই রাস্তায় তেরঙ্গা পতাকা নিয়ে নেমে পড়লেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। মজার ছলে বললেন, “দক্ষিণ আফ্রিকাকে বলো খোকা এসেছে।”

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version