Sunday, November 9, 2025

বার্বাডোজের মাঠ ভিজলো ভারতীয় ক্রিকেটারদের চোখের জলে, আবেগে ভাসলেন বিশ্ব চ্যাম্পিয়নরা

Date:

২০১১ থেকে ২০২৪ – ঘরে বিশ্বকাপের ট্রফি আনার জন্য অপেক্ষাটা দীর্ঘ সময়ের হয়ে পড়েছিল। শনিবার রাতে যখন ৩০ বলে ৩০ রান করতে পারলেই দক্ষিণ আফ্রিকা (South Africa) এবারের T 20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার খেতাব জিতে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তখন ১৪০ কোটির দেশে কোথাও চোখ বন্ধ করে প্রার্থনা চলছে কোথাও আবার হতাশায় মুখ ঘুরিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এবারেও হল না? এই প্রশ্নকে বুকের মাঝে নিয়েই স্কোরবোর্ডের দিকে চোখ রেখেছেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেট সমর্থকরা (Indian Cricket Fan)। ১৬ ওভার থেকে আচমকা ম্যাজিক। উত্তেজনা রইল ১৯.২ ওভার পর্যন্ত। তাইতো শেষ ওভারে আনরিখ নোখিয়ের ব্যাট থেকে বল বেরিয়ে মিড উইকেট এলাকায় যেতেই হাঁটু মুড়ে বসে পড়লেন হার্দিক। উইকেটের পিছনে কেঁদে ফেললেন ঋষভ পন্থ (Rishav Panth), মাথা নিচু করে চোখের জল মুছলেন বিরাট (Virat Kohli), মাঠে বসে আবেগে ভাসলেন বুমরা- সূর্যরা। ট্রফি না পাওয়ার খরা কাটিয়ে শাপ মুক্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত(T 20 World Cup Champion Team India)। ওয়েস্ট ইন্ডিজের মাটি ভিজলো বিশ্বজয়ীদের চোখের জলে।

বিশ্বসেরা হয়ে নিজের কোচিং কেরিয়ার শেষ করলেন হেডস্যার রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিরাটকে জড়িয়ে ধরলেন রোহিত(Rohit Sharma)। হার্দিককে(Hardik Pandya) চুমু খেলেন ভারত অধিনায়ক। বেঞ্চে বসে থাকা মহম্মদ সিরাজ কেঁদে ভাসালেন। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ক্রিকেটারদের আবেগের বন্যার মাঝেই দেশের বিভিন্ন প্রান্তে আতশবাজির রোশনাই। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু শুভেচ্ছা বার্তা। গত বছর অস্ট্রেলিয়ার কাছে হেরে যে বিশ্বকাপ অধরা থেকে গেছিল, সেই কষ্ট আজ ভুলতে পেরেছে মেন ইন ব্লু। ভিডিও কলে স্ত্রী সন্তানদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল কিং কোহলিকে, মাঠে নেমে বুমরাকে জড়িয়ে ধরলেন স্ত্রী সঞ্জনা। মেয়েকে কোলে নিয়ে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন রোহিত। শনিবার মধ্যরাতের এ দৃশ্য চিরস্থায়ী হয়ে থেকে গেল ভারতবাসীর মনে।

টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন বিরাট কোহলি। জীবনের গুরুত্বপূর্ণ দিনে নিজের জাত চিনিয়ে প্রমাণ করলেন কেন তিনি সচিনের উত্তরসূরী। টি-টোয়েন্টি খেলা ছাড়লেন ভারত অধিনায়ক রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়ে ঠিক যতটা সমালোচিত হয়েছিলেন হার্দিক, এদিন নিজের কাধে দেশের জাতীয় পতাকা নিয়ে ততটাই গর্ব অনুভব করালেন ক্রিকেটপ্রেমীদের। এটাই টিম ইন্ডিয়া। ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version