বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর

বার্বাডোজে বিপ্লব ঘটিয়ে নয়া ইতিহাস তৈরি করেছে টিম ইন্ডিয়া(India won T-20 World Cup)।টানটান উত্তেজনা প্রতিমুহূর্তে টেনশন কাটিয়ে শেষমেষ ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) জিতেছে ভারত। জয়ের আনন্দে ভেসেছে সারা দেশ। সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা।

বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টিম ইন্ডিয়ার অসামান্য সাফল্যকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে আমার আন্তরিক অভিনন্দন!’

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) বিশ্বকাপ জয়ের পর রোহিত ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্যান্যরা। শনিবারের ফাইনাল খেলা গড়িয়েছে মধ্যরাত পর্যন্ত আর সেখানেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।

এরপর গোটা রাতজুড়ে অকাল দীপাবলি দেখেছে দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বত্র জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় মানুষের উল্লাস চোখে পড়েছে। সমাজমাধ্যমের পাতায় ভারতীয় ক্রিকেটারদের কান্নার মুহূর্ত চোখে জল এনেছে দেশবাসীর। ১৭ বছর পর ঘরে এলো টি-টোয়েন্টির খেতাব।

 

Previous articleডেনমার্ককে ২-০ গোলে উড়িয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানি
Next articleরবিতে ভাসবে দক্ষিণবঙ্গ, কমলা সতর্কতা উত্তরে !