Sunday, November 9, 2025

‘স্বাধীন হওয়ার ইচ্ছা’, রাজ পরিবারের বিরুদ্ধে যা ছিল ডায়নার অনুপ্রেরণা

Date:

রাজকুমার চার্লসের সঙ্গে রাজকুমারি ডায়নার বিয়ের ঘোষণার সময় চার্লসকে প্রশ্ন করা হয়েছিল, তাঁরা পরস্পরকে ভালোবাসেন কিনা। চার্লসের জবাব ছিল, “যদি একে ভালোবাস বলে, তবে তাই”। সেই উত্তর থেকেই খানিকটা আভাস পাওয়া গিয়েছিল এই বিয়ে, বা বিয়ের পরে ডায়নার সম্মান নিয়ে কী অবস্থান নেবেন তাঁর স্বামী রাজকুমার চার্লস। ঠিক তারই প্রতিফলন হয়েছিল ১৯৯৬ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে। দুই মেরুর দুজন মানুষের দাম্পত্য যে ডায়নার কাছে বোঝার মত হয়ে পড়েছিল সেই আভাস অবশ্য ১৯৯৪ সাল থেকে পাওয়া গিয়েছিল, দাবি লেখিকা এলিওস মরানের।

বাকিংহাম প্যালেসের একটি সূত্র দাবি করছে ১৯৯৩ সাল থেকে যে বিভেদের বাদ্যি রাজ পরিবারের বেজেছিল সেটাই ১৯৯৬ সালে খাতায় কলমে প্রতিফলিত হয়। ১৯৯৪ সালের গ্রীষ্মে একটি অনুষ্ঠানে কাঁধ খোলা কালো পোশাকে নজর কেড়ে সেটা প্রমাণ করেছিলেন ডায়না। গোটা ১৯৯৪ সালের গ্রীষ্মকাল তাঁকে এভাবেই নিজের স্বাধীনতা উপভোগ করতে দেখা গিয়েছিল বলে দাবি রাজ পরিবারের ওই সূত্রের। ডায়নাকে বিয়ে একাধারে রাজপরিবারের সামনে পেশ করার মতো, অন্যদিকে জীবনে সঙ্গে চলার মতো ‘স্মার্ট’ পছন্দ হিসাবেই নিয়েছিলেন রাজকুমার চার্লস। রাজবাড়ির অন্দরে সেই গুঞ্জন আজও শোনা যায়। ডায়নার স্বাধীনতা উপভোগ কার্যত সেই দাবিকেই সমর্থন করে।

রাজ পরিবারের দুই সন্তানের পাশাপাশি সব সুখ পেলেও ডায়না যে জীবনের খোঁজে ছিলেন, তা ওখানে ছিল না। ১৯৯৪-এর গ্রীষ্মের অনুষ্ঠানে ডায়নার পোশাক সাধারণ মানুষের মনে অত্যন্ত উদার মনোভাব তৈরি করেছিল। লেখিকা মরানের কথায়, তাঁর কাঁধে কোনও প্যাডের বোঝা ছিল না। তাঁর মাথা ছিল উন্নত ও মুখে হাসি। চার্লসের সমালোচনা ও স্বাধীনচেতা মনোভাব পরিপন্থী মন্তব্যকে এই পোশাকেই যেন কড়া জবাব দিয়েছিলেন ডায়না।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version