Friday, November 28, 2025

দুই বিধায়কের শপথ ‘তামাশার জায়গা’য় যাচ্ছে, সায়ন্তিকাকে পাশে বসিয়ে দাবি স্পিকারের

Date:

Share post:

রাজ্যপাল থেকে দেশের উপরাষ্ট্রপতি, এমনকি রাষ্ট্রপতির কাছেও জটিলতা কাটাতে চিঠি লিখেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যেপাধ্য়ায়। তারপরেও পরিস্থিতির জটিলতা কাটাতে এক চুলও সহযোগিতা করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিষয়টি রাজ্যপাল এবার ‘তামাশার জায়গায়’ নিয়ে যাচ্ছেন বলে তীব্র কটাক্ষ স্পিকারের। সোমবার বরাহনগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ফের একবার রাজ্যপালকে জটিলতা কাটাতে পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

রবিবার রাতে দিল্লি থেকে শহরে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সোমবার বিধানসভার অধিবেশনেও শপথ গ্রহণ হল না দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। এই প্রসঙ্গেই স্পিকার জানান, “আমি তো চাই আজকেই শপথ হোক। কতদিন এভাবে বরদাস্ত করবে। সারা রাজ্যের মানুষ দেখছে। এটা তামাশার জায়গা করে দিচ্ছে। রাজ্যপালের এটা বোঝা উচিত।” সেই সঙ্গে রাজ্যপালকে ফের একবার বিধাসভায় এসে দুই বিধায়কের শপথ গ্রহণ করানোর জন্য আবেদন জানান তিনি। তিনি বলেন, “এখনও আমি রাজ্যপালকে আবেদন করব আপনি আসুন। ওদের শপথ গ্রহণ করান। আমি গেট থেকে রিসিভ করে নিয়ে বিধানসভা নিয়ে আসব।”

রাজ্যের তরফ থেকে শপথ জটিলতা কাটাতে কোনও পদক্ষেপ বাকি না থাকলেও জটিলতা এক তরফাভাবে জারি রাখছেন রাজ্যপাল। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে জটিলতা কাটাতে যে আবেদন স্পিকার করেছিলেন সেই বিষয়ে তাঁর তরফ থেকে কোনও উত্তরও যে আসেনি, তাও এদিন জানান স্পিকার। রাজ্যপালের কাছে এদিনও সংবিধান মেনে পদক্ষেপের আবেদন জানিয়ে স্পিকার বলেন, “রাজ্যপাল আসুন এখানে। ওদের শপথ নিন। আর যদি ওনার আসতে অসুবিধা থাকে পরিষদীয় গণতন্ত্রের যে কনভেনশন আছে সেই কনভেনশন মেনে স্পিকারকে ক্ষমতা প্রদান করুন।”

সোমবার ডক্টর্স ডে উদযাপন করা হয় বিধানসভায়। বিধান রায়ের ছবিতে শ্রদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা ও রেয়াত। এরপরই ফের আম্বেদকর মূর্তির নিচে শপথ গ্রহণের দাবিতে ধর্নায় বসেন দুই জয়ী প্রার্থী।

spot_img

Related articles

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...