উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট, মর্মান্তিক দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

উত্তরপ্রদেশে হাথরসে (Hatras) মর্মান্তিক দুর্ঘটনা। ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশ মহিলা বলে জানা যাচ্ছে। বেশকিছু শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেসরকারি সূত্রে, মৃতের সংখ্যা ৯০ বলে জানা যাচ্ছে। আহত প্রচুর মানুষ। যাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, হাতরাসে (Hatras) শিবের সৎসঙ্গের অনুষ্ঠানে আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করেছেন। আহদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, প্রশাসনকে উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন যোগী।

নিহতদের মধ্যে হাথরাস ও ইটাহরের বাসিন্দারাও রয়েছেন। মৃতদের আলিগড় ও ইটাতে নিয়ে যাওয়া হয়। জেলা শাসক আশিস কুমার ও পুলিশ সুপার নিপুণ আগরওয়াল পৌঁছেছেন। চিফ মেডিক্যাল অফিসার রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩০ জনের দেহ উদ্ধার করা গিয়েছে ঘটনাস্থল থেকে।

আরও পড়ুন: এবার নিট-পিজি পরীক্ষা শুরুর দু-ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র !