Friday, August 22, 2025

চণ্ডীতলা থানার পুলিশের তৎপরতায় সোনার দোকানে চুরির কিনারা, প্রশংসা সুপারের

Date:

চণ্ডীতলা থানার পুলিশের তৎপরতায় সোনার দোকানে চুরির কিনারা। চণ্ডীতলার বরতাজপুরের একটি সোনার ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী! দোকানের CCTV-র ফুটেজে গয়না হাতানোর দৃশ্য ধরা পড়েছিল। ঘটনায় নিউটাউন থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ (Police)। বুধবার, হুগলি (Hoogli) গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন (Kamanashis Sen) চণ্ডীতলা থানায় সাংবাদিক বৈঠকে OC-র প্রশংসা করেন।পুলিশ সুপার জানান, গত ২৯ জুন অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়। চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল খুব ভালো কাজ করেছেন। তাঁর নেতৃত্বে একটি টিম নিউটাউন এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম তালিব হোসেন যিনি মধ্যপ্রদেশের সেন্ধুয়ার বাসিন্দা ও মেহদি হোসেন ওড়িশার ধোবিপাড়া নোয়াপাড়ার বাসিন্দা। অভিযুক্তরা যে বাইকটি ব্যবহার করেছিল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, বাইকটির নম্বর দেখে সন্দেহ হয়। কারণ WB68 A0305 এই নম্বর নিজেরাই বসিয়েছিল দুষ্কৃতীরা।

বরতাজপুর সোনার দোকানে এই ঘটনার পরে চণ্ডীতলা থানা থেকে ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় বৈঠক করেন। পুলিশ সুপার (Kamanashis Sen) বলেন, অপরাধ হওয়ার আগে তা ঠেকাতে পারাটাই বড় কাজ। সেই চেষ্টাই করতে হবে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে গয়না উদ্ধার করা হবে। ব্যবসায়ী শেখ জাকির হোসেন বলেন, চারদিনের মধ্যে গ্রেফতার অভিযুক্তরা। পুলিশ ভালো কাজ করেছে।





Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version