Friday, August 29, 2025

সাতসকালে অর্থলগ্নি সংস্থার প্রাক্তন কর্মীর বাড়িতে হানা ইডির! নিউ ব্যারাকপুরে চাঞ্চল্য 

Date:

এবার উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে (Barrackpore ) অর্থলগ্নি সংস্থার এক প্রাক্তন কর্মী রঞ্জিত ঘোষের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৫ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে একটি অ্যাপার্টমেন্টের বি-ব্লকে ওই কর্মীর বাড়িতে হানা দেয়। শেষ পাওয়া খবর এখনও পর্যন্ত ওই কর্মীর ফ্ল্যাটে তল্লাশি চলছে। তবে ইডি আধিকারিকরা ঠিক কোন অভিযোগে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সেই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

সূত্রের খবর, ওই ব্যক্তি স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিউ ব্যারাকপুরের ওই অ্যাপার্টমেন্টে থাকেন। এক সময় একটি অর্থলগ্নি সংস্থায় কাজ করতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, এলাকায় যথেষ্ট ভদ্রলোক হিসেবেই পরিচিত তিনি। সবার সঙ্গে সুম্পর্ক রেখেই বসবাস করেন এলাকায়। স্থানীয়রাও ওই ব্যক্তির সম্পর্কে কখনও খারাপ কিছু শোনেনি বলেই খবর। তবে বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি নিউ ব্যারাকপুর থানার আধিকারিকরাও উপস্থিত আছেন বলে খবর। গোটা বিষয়টি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

যদিও তল্লাশির বিষয়ে ফ্ল্যাটের অনান্য বাসিন্দাদের মতে, এলাকায় সজ্জন হিসাবেই পরিচিত তিনি। স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন। ছেলে বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ে। সবার সঙ্গেই ওঁর খুব ভালো সম্পর্ক। কোনওদিনই ওঁর সম্পর্কে খারাপ কিছু শুনিনি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version