রাজ্য সরকারের ল্যান্ড ব্যাঙ্কের জমি নিয়ে জেলায় জেলায় জরিপ শুরু করেছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। কোথাও ল্যান্ড ব্যাঙ্কের জমি বেদখল হয়েছে কিনা ভূমি দফতরের আধিকারিকদের তা সরেজমিনে খতিয়ে দেখতে বলা হয়েছে। সেই কাজ শুরু করেছেন জেলা ভূমি আধিকারিকেরা।
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর শিল্পের জমির সমস্যা মেটাতে নতুন করে ল্যান্ড ব্যাঙ্কের জমি নিয়ে তৎপর হন। আগের সরকারের তৈরি ল্যান্ড ব্যাঙ্কে আরও জমি যুক্ত করা হয়। তারমধ্যে শিল্প দফতর এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে প্রায় ছয় হাজার একর জমি হস্তান্তর করা হয়। বাকি জমির কিছুটা দীর্ঘদিন ধরে বসবাসকারীদের পাট্টা দিয়েছে রাজ্য সরকার। ভূমি দফতর খতিয়ে দেখা শুরু করেছে, বাকি জমি কী অবস্থায় আছে। তা বেদখল হয়ে গিয়েছে কিনা।