Thursday, August 21, 2025

ফুলবাড়িতে কোনও গণপিটুনির ঘটনা নেই, স্পষ্ট জানাল শিলিগুড়ি পুলিশ

Date:

ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের বকরাভিটা এলাকায় সালিশি সভার নামে এক মহিলাকে মারধরের ঘটনার যে খবর ছড়িয়েছিল এবার তার প্রেক্ষিতে নিজেদের পদক্ষেপের কথা স্পষ্ট করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Siliguri Police Commissionerate)। জানা যায় ওই মহিলা গণপিটুনির শিকার এবং এর পরেই অপমানে তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্তে রয়েছে এনজেপি থানার পুলিশ (NJP police)। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারটের তরফে স্যোশাল মিডিয়ায় জানানো হয় যে, গণপিটুনির কোনও ঘটনা ঘটেনি। ডিটেকটিভ ডিপার্টমেন্ট গোটা বিষয়টির তদন্ত করছে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি এবং অশান্তি তৈরির চেষ্টা চলছে। পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কেসে পদক্ষেপ করেছে এবং এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital affair) জেরে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় এক মহিলা স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে গেছিলেন বলে অভিযোগ। প্রায় আট দিন ধরে নিখোঁজ থাকার পরে, ওই মহিলা স্বামীকে ফোন করে বাড়ি ফিরে আসার কথা বলেন। কিন্তু অভিযোগ, ফিরে স্বামীর কাছে আসতেই এলাকার কয়েক জন মহিলা মিলে গত শুক্রবার সালিশি সভা বসায়। গত শনিবার কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। পরে এনজেপি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনার নানা ছবি উঠে এসেছে। অনেকেই এর নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত দেখতে পাচ্ছেন। বিজেপি ভোটে হেরে যাওয়ার পর এই ধরণের উস্কানিমূলক ঘটনা ঘটিয়ে বা খবর চড়িয়ে রাজ্যকে অশান্ত করার চেষ্টা চলছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version