Sunday, November 9, 2025

ফুলবাড়িতে কোনও গণপিটুনির ঘটনা নেই, স্পষ্ট জানাল শিলিগুড়ি পুলিশ

Date:

ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের বকরাভিটা এলাকায় সালিশি সভার নামে এক মহিলাকে মারধরের ঘটনার যে খবর ছড়িয়েছিল এবার তার প্রেক্ষিতে নিজেদের পদক্ষেপের কথা স্পষ্ট করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Siliguri Police Commissionerate)। জানা যায় ওই মহিলা গণপিটুনির শিকার এবং এর পরেই অপমানে তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্তে রয়েছে এনজেপি থানার পুলিশ (NJP police)। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারটের তরফে স্যোশাল মিডিয়ায় জানানো হয় যে, গণপিটুনির কোনও ঘটনা ঘটেনি। ডিটেকটিভ ডিপার্টমেন্ট গোটা বিষয়টির তদন্ত করছে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি এবং অশান্তি তৈরির চেষ্টা চলছে। পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কেসে পদক্ষেপ করেছে এবং এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital affair) জেরে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় এক মহিলা স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে গেছিলেন বলে অভিযোগ। প্রায় আট দিন ধরে নিখোঁজ থাকার পরে, ওই মহিলা স্বামীকে ফোন করে বাড়ি ফিরে আসার কথা বলেন। কিন্তু অভিযোগ, ফিরে স্বামীর কাছে আসতেই এলাকার কয়েক জন মহিলা মিলে গত শুক্রবার সালিশি সভা বসায়। গত শনিবার কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। পরে এনজেপি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনার নানা ছবি উঠে এসেছে। অনেকেই এর নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত দেখতে পাচ্ছেন। বিজেপি ভোটে হেরে যাওয়ার পর এই ধরণের উস্কানিমূলক ঘটনা ঘটিয়ে বা খবর চড়িয়ে রাজ্যকে অশান্ত করার চেষ্টা চলছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version