Saturday, May 3, 2025

শুক্রবার রাতে ইউরোতে হাইভোল্টেজ ম্যাচ, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি রোনাল্ডো-এমবাপে

Date:

ইউরোর কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে পর্তুগালের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এই হাইভোল্টেজ ম্যাচকে বিশেষজ্ঞরা আবার গুরু-শিষ্যের লড়াই হিসাবে চিহ্নিত করছেন। কারণ এই লড়াইয়ে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপে।

সিআরসেভেনের বড় ভক্ত এমবাপে। ফরাসি তারকা নিজে বহুবার এই কথা স্বীকার করেছেন। ২০১২ সালে এমবাপের বয়স যখন ১২, তখন রিয়াল মাদ্রিদের অন্দরমহলে যাওয়ার সুযোগ এসেছিল। বার্নাব্যুতে পা রেখে এমবাপে প্রথম যে কাজ করেছিলেন, সেটা হল স্বপ্নের নায়কের সঙ্গে ছবি তোলা। এখন তো এমবাপে নিজেই মহাতারকা। তবুও তাঁর রোনাল্ডো-প্রীতি সেই আগের মতোই রয়ে গিয়েছে। তবে ইউরোর শেষ আটে উঠলেও, ফরাসি শিবিরকে চিন্তায় রাখছে গোল-খরা। এবারের ইউরোতে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র তিনটি গোল করেছেন ফরাসিরা! এর মধ্যে দু’টি আত্মঘাতী এবং একটি পেনাল্টি থেকে পাওয়া। অর্থাৎ, টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও ফরাসি ফুটবলার ফিল্ড গোল করতে পারেননি। এমবাপেদের কোচ দিদিয়ের দেশঁ বলছেন, ‘‘গোল কে কেরল, সেটা বড় ব্যাপার নয়। আসল হল ম্যাচ জেতা। তবে হ্যাঁ, যেভাবে সুযোগ নষ্ট হচ্ছে, তাতে আমি মোটেই খুশি নই। এই ব্যাপারে আমাদের আরও উন্নতি করতে হবে।’’

দেশেঁর সেরা অস্ত্র এমবাপেও মাত্র একটি গোল করেছেন। সেটা পেনাল্টি থেকে। তিনি আবার মাস্ক নিয়ে অস্বস্তিতে রয়েছেন। প্রথম ম্যাচে নাক ভেঙেছিল এমবাপের। কিন্তু টুর্নামেন্ট খেলবেন বলে এখনও নাকে অস্ত্রোপচার করাননি। চিকিৎসকদের নির্দেশ মেনে ভাঙা নাকে মাস্ক পরে খেলছেন। এমবাপে বলছেন, ‘‘মাস্ক পরে খেলাটা খুবই বিরক্তিকর। কারণ এতে দেখতে অসুবিধা হয়। প্রচণ্ড ঘামও জমে থাকে। তবে এটা কোনও অজুহাত নয়।’’

আরও পড়ুন- ‘কীভাবে ধরে ছিলে সেই ক্যাচ’, সূর্যকে প্রশ্ন প্রধানমন্ত্রীর, রোহিতকে কী জিজ্ঞাসা করলেন মোদি?


Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version