Thursday, August 28, 2025

কলকাতা লিগের ম্যাচে ধাক্কা খেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারানোর পর কলকাতা প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। বৃহস্পতিবার বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে পিছিয়ে পড়েও বিএসএস স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ ড্র করল কিবু ভিকুনার দল।প্রথম ম্যাচের মতো দাপুটে ফুটবল খেলতে পারেনি ডায়মন্ড হারবার। প্রতিপক্ষ বিএসএস প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ নিয়ে সময় নষ্টের খেলা চালিয়ে যায় দ্বিতীয়ার্ধে। ম্যাচের পর যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। রেফারিং নিয়েও অসন্তুষ্ট কিবু।

প্রথমার্ধে ডায়মন্ড হারবারকে চেনা ছন্দে দেখা যায়নি। বিরতির ঠিক আগে সংযুক্ত সময়ে দুরন্ত গোল করে বিএসএসকে এগিয়ে দেন সুকুরাম সর্দার। গত মরশুমে তিনি ডায়মন্ড হারবারের হয়েই খেলেছিলেন। তাই গোল করে পুরনো দলের সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন সুকুরাম। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁজ বাড়ায় ডায়মন্ড হারবার। কিবুর পাঁচটি পরিবর্তন কাজে লাগে। গিরিক, শিন সেবাস্তিয়ান, আরিয়ান, নরহরি শ্রেষ্ঠা নামার পর সচল দেখায় ডায়মন্ড হারবারকে। তবে একের পর এক আক্রমণ বিপক্ষ বক্সে তুলে এনেও সুযোগ কাজে লাগাতে পারেননি কিবুর ছেলেরা। ৮৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় ডায়মন্ড হারবার। সেই জবির গোলেই ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয় তারা। ১-১ হওয়ার পরেও বিএসএস রক্ষণ ভেঙে জয়সূচক গোলটি তুলে নিতে পারেনি ডায়মন্ড হারবার। ফলে ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়।

খেলা শেষে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডায়মন্ড হারবার কোচ। কিবু জানিয়েছেন, দুটো পেনাল্টি পেতে পারত তাঁর দল। বিএসএস একটা গোল করেই সময় নষ্টের খেলায় মেতেছিল। রেফারি কোনও গুরুত্ব দেননি। সময় নষ্টের কারণে বিপক্ষ ফুটবলারদের কার্ড দেখাননি। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশায় ডায়মন্ড হারবার কোচ।


Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version