Sunday, August 24, 2025

রাম মন্দিরে পুরোহিতদের পোশাকের রং বদল,মোবাইল ফোনেও নিষেধাজ্ঞা জারি

Date:

অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলেছে প্রায় ছয় মাস। এর মধ্যেই মন্দিরের একাধিক নিয়মে বদল আনা হল। জানা গিয়েছে, জুলাই মাস থেকেই অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের পোশাকের রং সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার আর গেরুয়া বসন নয় এবারে মন্দিরে পুরোহিতদের রামলালার সেবা করতে হলে পরতে হবে হলুদ রঙের পোশাক। মাথায় হলুদ রঙের পাগরি, পরনে থাকবে হলুদ রঙের ধুতি পাঞ্জাবি। সেই পোশাক পরেই রামলালার সেবা করতে পারবেন পুরোহিতরা। শুধু তাই নয়, মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না পুরোহিতরা।

এতদিন অযোধ্যার রাম মন্দিরে শুধুমাত্র পুরোহিতরাই স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করতে পারতেন। কিন্তু এবার তারাও সেটা করতে পারবেন না। সেই সঙ্গে পাঁচ ঘণ্টার শিফটে কাজ করবেন সেখানকার কর্মীরা। এমনই জানানো হয়েছে নয়া নির্দেশিকায়। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রামমন্দির কমিটি। আসলে রাম মন্দিরের চুঁইয়ে জল পরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই স্মার্ট ফোনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েক দিন আগেই অযোধ্যায় বর্ষার প্রবল বর্ষণে রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়তে দেখা গিয়েছে। পরে রামমন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় যে ছাদে জল বের করার তেমন সুবন্দেবস্ত নেই, সেকারণেই এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত সেটি সামাল দেওয়া হচ্ছে। রাম মন্দির তৈরি হওয়ার পর এটি প্রথম বর্ষণ। সেকারণেই কী কী সমস্যা হতে পারে আগে থেকে আঁচ করা যায়নি।

এদিকে তার পরেই রাম মন্দিরের ট্রাস্টের সদস্য দাবি করেছিলেন গর্ভগৃহে তেমন কোনও জল পড়ার ঘটনা ঘটেইনি। যেটা ঘটেছিল সেটা বাইরের কোনও একটা জায়গায়। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়ে হিয়েছিল। মন্দিরের এই বেহাল দশার কথা জানান প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। যার পর কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করেন, ভোটের বাজারে ফায়দা তুলতে তাড়াহুড়ো করে মন্দির উদ্বোধন করেছিল বিজেপি। তার ফলেই বিপত্তি হয়েছে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version