Tuesday, November 4, 2025

মিলল না রেহাই! অবশেষে পুলিশের জালে আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত

Date:

গা ঢাকা দিয়েও মিলল না স্বস্তি! শেষমেশ রাজ্য পুলিশের প্রচেষ্টায় গ্রেফতার আড়িয়াদহকাণ্ডের (Ariadaha) মূল অভিযুক্ত জয়ন্ত সিং (Jayanta Singh)। ঘটনার পর চারদিন ধরে পলাতক ছিলেন জয়ন্ত। বৃহস্পতিবার সকালে তিনি বেলঘরিয়া (Belgharia) থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে থানায় নিয়ে গিয়ে পুলিশ তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, এদিন এক পরিচিতের সঙ্গে দেখা করতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে দেখা করতে আসেন জয়ন্ত। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন ডানলপ ISI-এর কাছ থেকে তাঁকে গ্রেফতার করে। এদিন গ্রেফতারের পর সাগর দত্ত মেডিক্যাল কলেজে জয়ন্তর শারিরীক পরীক্ষা করা হয়। ইতিমধ্যে ঘটনায় জয়ন্ত-সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

গত সোমবার বেলঘরিয়ার আড়িয়াদহের বাসিন্দা এক প্রৌঢ়া ও তাঁর ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। জানা যায়, কলেজ পড়ুয়া সায়নদীপ পাঁজার সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে পাড়ারই ছেলেদের বচসা হয়। সাময়িকভাবে বিষয়টা মিটেও যায়। সোমবার সন্ধ্যায় বাড়ির সামনেই বসেছিলেন সায়নদীপ। অভিযোগ, তখন ৮-১০ জন যুবক তাঁর ওপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মাও। মারের চোটে সায়নদীপের দাঁত ভেঙে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। মূল অভিযুক্তের তালিকায় উঠে আসে জয়ন্ত সিংয়ের নাম।

তারপর থেকেই ফেরার ছিলেন জয়ন্ত। অবশেষে বৃহস্পতিবার সকালে জয়ন্তকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। আজই অভিযুক্তকে ব্যারাকপুরে আদালতে তোলা হবে বলে খবর।


Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version