অবশেষে টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরল ভারতীয় দল। দেশে ফিরে উচ্ছ্বাসে ভাসলেন রোহিত শর্মা-বিরাট কোহলি-ঋষভ পন্থরা । এরপর দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে জান ভারতীয় ক্রিকেটাররা। যেই ছবি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
জানা যাচ্ছে, এদিন সকালে দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখান থেকে বাসে করে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তাঁরা। সূত্রের খবর সেখানে তাঁদের জন্য প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর হাতে টি-২০ বিশ্বকাপ ট্রফি তুলে দেন রোহিত ও রাহুল দ্রাবিড়। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন মোদি।
ক্রিকেটারেরা ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহও গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।
আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ